ইনসাইড গ্রাউন্ড

ক্লাব ছাড়লেন মার্সেলো


প্রকাশ: 20/02/2023


Thumbnail

চুক্তির পাঁচ মাসের মাথায় গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস ছাড়লেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার মার্সেলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মার্সেলো। গত মৌসুমের পর রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হয় মার্সেলোর। এরপর গত সেপ্টেম্বর ফ্রি ট্রান্সফারে অলিম্পিয়াকোসে এক বছরের চুক্তিতে যোগ দেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।

এসময় তাকে সমর্থনের জন্য সতীর্থ ও ক্লাবকে ধন্যবাদ জানিয়েছেন মার্সেলো। বলেন, আমি গ্রীসে অবিস্মরণীয় কিছু মুহূর্ত কাটিয়েছি, সেখানে আমাকে দারুণ উষ্ণতায় স্বাগত জানানো হয়েছিল, আমাকে এবং আমার পরিবারকে। সময়টা অল্প হলেও অভিজ্ঞতাগুলো দুর্দান্ত। যেসব বন্ধুদের পেয়েছি তারা চিরকাল স্মরনীয় হয়ে থাকবে। আমি অলিম্পিয়াকোসের সফল ভবিষ্যৎ কামনা করি! ধন্যবাদ, অলিম্পিয়াকোস। তবে এখনই পেশাদার ক্যারিয়ারের ইতি টানার পরিকল্পনা নেই মার্সেলোর।

এই মৌসুমে অলিম্পিয়াকোসের হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন মার্সেলো। তবে সবগুলো ম্যাচেই নামেন বদলি হিসেবে। রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪৬ ম্যাচ খেলেছেন মার্সেলো। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন রেকর্ড ২৫টি শিরোপা। ২০০৬ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মার্সেলোর। ব্রাজিলের হয়ে ৫৮টি ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ লেফট-ব্যাক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭