ইনসাইড গ্রাউন্ড

পিএসএল অভিযান শেষ করলো সাকিব


প্রকাশ: 20/02/2023


Thumbnail

এক ম্যাচ খেলেই পাকিস্তান সুপার লিগ-অভিযান শেষ করলেন সাকিব আল হাসান। ৫ ম্যাচের জন্য পিএসএলের দল পেশোয়ার জালমিতে যোগ দিলেও, পারিবারিক প্রয়োজনে পিএসএল ছেড়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

এক বিবৃতিতে পিএসএল কর্তৃপক্ষ জানায়, জরুরি প্রয়োজনে পরিবারের কাছে ফিরছেন সাকিব। তাই সামনের ম্যাচগুলোতে থাকছেন না তিনি।

সাকিবের বদলি হিসেবে আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমারজাইকে দলে নিয়েছে পেশাওয়ার। সম্প্রতি বিপিএলেও বেশ ভাল ছন্দে ছিলেন এই আফগান ক্রিকেটার। তবে সাকিব দল ছাড়লেও তার ফেরার সম্ভাবনার কথাও জানিয়েছে রেখেছে ফ্রাঞ্চাইজিটি। যদি পেশাওয়ার প্লে অফে জায়গা করে নেয় তাহলে, নকআউট পর্বের ম্যাচে এই বাংলাদেশি অলরাউন্ডারকে পাওয়ার আশা করছে দলটি। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সেই ইঙ্গিত পাওয়া গেছে সাকিবের কথায়ও।

ব্যাট হাতে এবারের বিপিএলে দারুণ একটা মৌসুম পার করেছেন সাকিব। এলিমেনিটর থেকে তার দল ফরচুন বরিশাল বাদ পড়লে গত সোমবার পিএসএল খেলতে পাকিস্তান যান সাকিব। পরদিন পেশাওয়ারের প্রথম ম্যাচের একাদশেও ছিলেন তিনি। তবে ব্যাটিং-বোলিংয়ে তেমন কোন অবদান রাখতে পারেন নি সাকিব। ১ বলে ১ রানে অপরাজিত থাকার পর বল হাতে ৩ ওভারে ৩২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে পরের ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে বাদ পড়েন সাকিব। ইংল্যান্ড সিরিজ সামনে রেখে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা সাকিবের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭