ইনসাইড পলিটিক্স

হিজাব ও টুপি তুচ্ছ-তাচ্ছিল্য, থানায় থানায় বিক্ষোভ: ইসলামী আন্দোলন


প্রকাশ: 20/02/2023


Thumbnail

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্য ‘কুরআনে কোথাও হিজাবের কথা উল্লেখ্য নেই’ এ ধরনের বক্তব্য প্রদান করে ইসলামের অন্যতম ফরজ বিধান হিজাব বা পর্দাকে চরম অবজ্ঞা এবং অমার্জনীয় অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইসলাম সম্পর্কে না জেনে বাম নেতার এধরনের বক্তব্য মুসলিম উম্মাহকে চরমভাবে মর্মাহত করেছে। পর্দা ও হিজাব নিয়ে কটুক্তি করে জ্ঞান পাপীর পরিচয় দিয়েছেন তিনি। ওয়ার্কার্স পার্টির সভাপতির হঠাৎ হিজাব ও টুপির বিরুদ্ধে বক্তব্য ইসলামবিদ্বেষীর এজেন্ডা বাস্তবায়ন করছেন বলেই প্রতীয়মান হয়। তার হিজাব সর্ম্পকে উস্কানিমূলক বক্তব্য দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।’

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘৯২% মুসলমানের এদেশে টুপি, হিজাব নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা চরম অন্যায় ও গর্হিত কাজ। অথচ আমরা দেখছি এই মেনন-ইনু সাহেবরা নির্বাচন ঘনিয়ে এলে মাথায় টুপি পরে এবং হজ্জ করে মুসলমানদের ভোট নিতে জাতিকে ধোকা দিয়ে থাকেন।’

তিনি বলেন, ‘পবিত্র কুরআনের অনেক আয়াত এবং নবী সা. এর অসংখ্য হাদীস দ্বারা পর্দার বিধান করা হয়েছে।’

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘অবিলম্বে রাশেদ খান মেননকে মুসলিম উম্মাহর কাছে তওবা করে নিজের কৃতকর্মের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তিনি গণধিকৃত হবেন।’

আগামী ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সারাদেশের থানায় থানায় বিক্ষোভ মিছিল

২০২৩-এর মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উস্কানী, তথ্য ও ইতিহাস বিকৃতি, বিতর্কিত ও অবৈজ্ঞানিক মানব সৃষ্টিতত্ত্ব অনুপ্রবেশ, ট্রান্সজেন্ডার টার্ম, পৌত্তলিক ও ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির আধিপত্য, প্লেজারিজম এবং ধর্ম ও জাতি সত্বাবিরোধী বিষয়বস্তু সংযাজন বাতিল, ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সারাদেশের থানায় থানায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে বলেও জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭