ইনসাইড গ্রাউন্ড

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় দলের তারকারা


প্রকাশ: 21/02/2023


Thumbnail

আজ বাঙ্গালী জাতির জীবনে এক ঐতিহাসিক দিন। আজকের দিনে মাতৃভাষা বাংলার জন্য রাজপতে জীবন দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা। রাষ্ট্র ভাষা বাংলার জন্য জীবন উৎসর্গ করে দেওয়া ভাষা শহীদদের স্মরণে আজ প্রথম প্রহর থেকেই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সকল স্তরের মানুষজন। পিছিয়ে নেয় দেশের ক্রীড়াঙ্গনও। অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন ক্রীড়া তারকারাও। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ ভাষাসৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান মাশরাফি বিন মর্তুজা সহ সাকিব-তামিমরা।

জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফী তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা।

দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।

টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন,  ‘মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ফেসবুক পেজে লিখেছেন,সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

পঞ্চপান্ডবদের আরও একজন মাহমুদউল্লাহ রিয়াদ একটু বড় করে পোস্ট দিয়ে স্মরণ করেছেন ভাষা শহীদদের। তিনি লিখেছেন, ‘যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদদের কে কি ভুলতে পারি? ভাষা শহীদ ভাষা সৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, আমার দুঃখিনী বাংলায় শত রক্তের ছাপ। একুশ আমাদের অহংকার, আমাদের গর্ব। ২১শে ফেব্রুয়ারি কোনো সংখ্যা নয়, একুশ সকল বাঙালির হৃদয়ে গাঁথা। এই মহান দিবসে শ্রদ্ধায় অবনত হই ভাষা শহীদদের প্রতি, যারা আমাদের পরিচয় অক্ষত রেখে গেছে।

সাকিব-তামিমদের পাশাপাশি ভাষা আন্দোলন ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলার বাঘিনীরাও। যদিও নারী টি-টোয়েন্টি বিশ্বাকাপ খেলতে নিগার সুলতানারা এখন দক্ষিণ আফ্রিকায়। সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাঘিনীদের দহিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি লিখেছেন, ‘বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ...সকল ভাষা শহীদ ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

টাইগ্রেসদের সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম লিখেছেন,সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। বাংলা ভাষা আমার অহংকার। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭