ইনসাইড গ্রাউন্ড

টেনিসে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন জকোভিচ


প্রকাশ: 21/02/2023


Thumbnail

নোভাক জকোভিচ বিশ্বের এক নম্বর টেনিস তারকার মুকুট পেয়েছিলেন অনেকবারই। সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে ফের সবার শীর্ষে উঠে আসেন সার্বিয়ান এই তারকা। এবার শীর্ষস্থান ধরে রেখে গড়েছেন নতুন রেকর্ড। ভাগ বসিয়েছেন বেশি সময় ধরে শীর্ষস্থান ধরে রাখা স্টেফি গ্রাফের বিশ্বরেকর্ডে।

টেনিস ক্যারিয়ারে সর্বোচ্চ ৩৭৭ সপ্তাহ টেনিস ্যাঙ্কিং ধরে রাখার শীর্ষে ছিলেন জার্মানির স্টেফি গ্রাফ। এবার ২০ ফেব্রুয়ারি জার্মানি তারকাকে স্পর্শ করলেন জকোভিচ। টেনিস ক্যারিয়ারে এখন ৩৭৭ সপ্তাহ অতিক্রম করেছেন সার্বিয়ান তারকা জকোভিচ। ২৭ ফেব্রুয়ারি পার হলেই গ্রাফকে ছাড়িয়ে বেশি সময় ধরে শীর্ষে থাকার বিশ্ব রেকর্ড গড়বেন জকোভিচ।

জার্মানির টেনিস টারকা স্টেফি গ্রাফ ১৯৮৭ সালে প্রথমবারের ্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেন এরপর ক্যারিয়ারের নানা সময়ে সবাইকে ছাড়িয়ে শীর্ষস্থান দখলে রাখতেন গ্রাফ। ১৯৯৭ সালে সর্বশেষ ্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ২২টি গ্র্যান্ডস্লাম জয়ের এই টেনিস তারকা।  

অন্যদিকে ২০১১ সালে প্রথমবারের মতো টেনিস ক্যারিয়ারের শীর্ষে উঠেন জকোভিচ। ক্যারিয়ারে তিনিও অর্জন করেছেন ২২ টি গ্র্যান্ডস্লাম। সব মিলিয়ে জকোভিচ ্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে পার করেছেন ৩৭৭ সপ্তাহ।

তৃতীয় স্থানে থাকা রজার ফেদেরার যিনি ক্যারিয়ারে ৩১০ সপ্তাহ ছিলেন সবার শীর্ষে। ১৯৭৩ সালে প্রথম শুরু হয় পুরুষদের টেনিস র‍্যাঙ্কিং এর দুই বছর পরে যুক্ত করা হয় নারীদের র‍্যাঙ্কিংও।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭