ইনসাইড গ্রাউন্ড

কড়া হেডমাস্টার হাথুরু বেশ সফল বাংলাদেশে


প্রকাশ: 22/02/2023


Thumbnail

আন্তর্জাতিক ক্রিকেটে একজন কোচের দ্বিতীয় মেয়াদে কোন দলের দায়িত্ব নেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বাংলাদেশ দলেও দ্বিতীয় দফায় কোচ হয়ে আসছেন হাথুরুসিংহে। তবে হাথুরুর দ্বিতীয় দফায় বাংলাদেশে আসা অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলো থেকে ভিন্ন। কারণ হাথুরুর ২০১৭ সালের প্রথম দফার বিদায়টা ছিলো প্রশ্নবিদ্ধ। একজন পেশাদার কোচের ওইভাবে চলে যাওয়া অপেশাদারিত্ব প্রকাশ পায়। বিশেষ করে আন্তর্জাতিক সিরিজ চলাকালে এভাবে পদত্যাগ পত্র পাঠানো একজন পেশাদার কোচের কাজ হতে পারে না। তবে এখন সবই অতীত।  বর্তমান হলো দ্বিতীয় দফায় বাংলাদেশের কোচ হয়ে ইতিমধ্যে মাঠেও নেমে পড়েছেন হাথুরু। ২০ ফেব্রুয়ারি ঢাকায় পা রেখে ২১ ফেব্রুয়ারী এসেছেন মিরপুরের সবুজ গালিচায়।

আসন্ন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে হাথুরুর দ্বিতীয় মেয়াদের কোচিং। হাথুরুর হাত ধরেই বেশ সাফল্য পেয়েছে বাংলাদেশ। ২০১৫ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সহ ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলা বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সাফল্য। আর এমন সাফল্যে বাংলাদেশ পেয়েছে হাথুরুর অধীনেই। এমনকি ঘরের মাঠে ক্রিকেটের পরাশক্তির দেশগুলোকেও ধরাশায়ী করেছে ২০১৪ থেকে ২০১৭ সালের সময়ে। বলা যায় হাথুরু অধীনে বাংলাদেশ ক্রিকেট স্বর্ণালি সময় পার করেছিলো। মাঠের ক্রিকেটে বাংলাদেশ সে সময়ে সফলতা পেলেও নানা ধরণের সমালোচনার জন্ম দিয়ে গেছেন এই কোচ।

প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর দলের মধ্যে একক আধিপত্য বিস্তার করেছিলেন হাথুরু। স্কোয়াড থেকে শুরু করে মাঠের একাদশ নির্বাচনে ছিলো হাথুরুর ব্যাক্তিগত পছন্দ অপছন্দ। যে খেলোয়াড়কে ভালো লেগেছে দলে নিয়েছে খারাপ করলেও সুযোগ দিয়ে গেছে। কিন্তু যাকে তার ভালো লাগেনি তাকে স্কোয়াড থেকেই ছুড়ে ফেলতেন। টাইগার ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের অধিনায়কত্ব কেড়ে নিয়ে তুলে দিয়েছিলেন মাশরাফির হাতে। তবে এমন খবরও প্রকাশ হয়েছে সে সময়ে হাথুরুর আপত্তিতেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছিলেন মাশরাফি। এমনকি চেয়েছিলেন মুশফিক টি-টোয়েন্টি ক্রিকেট না খেলুক। আবার ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে দলের আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ কে বাদ দিয়েছিলেন টেস্ট স্কোয়াড থেকে। এরপরের গল্পটা সবারই জানা। বাংলাদেশ দলের সফল টেস্ট ব্যাটসম্যান মমিনুল হককেও মাত্র চার টেস্টে রান না পাওয়ায় ছুড়ে ফেলেছিলেন হাথুরু। এমনকি দলের ব্যাটিং পজিশনে কে কখন নামবেন তাও ঠিক করে দিতেন অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়া শ্রীলঙ্কান এই নাগরিক। হাথুরুর সাথে দলের সিনিয়র ক্রিকেটারদের সম্পর্ক ভালো ছিলো না বলে গুঞ্জন রয়েছে ক্রিকেট পাড়ায়। সাকিবের শৃঙখলা জনিত কারণে নানা সময়ে হাথুরু নিজের অস্বস্তি প্রকাশ করেছেন গণমাধ্যমের সামনে। তবে হাথুরুর দ্বিতীয় দফায় ড্রেসিংরুমে পাবেন দলের চার সিনিয়র ক্রিকেটারদের। এখন দেখার বিষয় সাকিব-মুশফিক-তামিম-মাহমুদউল্লাহ কিভাবে বরণ করে নেয় কড়া এই হেডমাস্টারকে।

যদিও হাথুরুর দ্বিতীয় দফায় কোচ হওয়ার বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে এ চার সিনিয়র ক্রিকেটার পজেটিভ ঈংঙ্গিত দিয়েছেন। দেশ সেরা ক্রিকেটার সাবিকতো বলেছেন বাংলাদেশের সেরা কোচ হাথুরুসিংহে। সাবেক সফল এই কোচের প্রথম দফায় জাতীয় দলে অভিষেক ঘটে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের। তার মধ্যে তাসকিন আহমেদ, মেহেদী মিরাজ, লিটন দাস এবং মোস্তাফিজ এখনো জাতীয় দলে। বাদ পড়েছেন এনামুল হক বিজয়, সৌম্য সরকার ও সাব্বির রহমানের মতো ক্রিকেটাররা। হাথুরু আসায় বেশ আনন্দিত দেশসেরা পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

২০১৭ সালে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে যোগ দিয়েছিলেন নিজ দেশ শ্রীলঙ্কায়। তবে সেখানে সুখকর কোন সময় কাটাতে পারেন নি হাথুরু। মেয়াদ পূর্ণ হওয়ার আগে শ্রীলঙ্কান প্রধান কোচের দায়িত্ব ছাড়তে হয়েছিলো তাকে। এরপর দুই বছর বিরতিতে থেকে ২০২০ সালে পুনরায় যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাউথ ওয়েলস কাউন্টি ক্লাবে। সেখানেও রয়েছে কল্পকাহিনীর মত রহস্য। প্রথম এ একই ক্লাবে কোচ হয়েছিলেন ২০১১ সালে। সেখান থেকেই ২০১৩ সালে বাংলাদেশে আসেন হাথুরু। ১০ বছর পর আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন হাথুরু। দ্বিতীয় দফার সাউথ ওয়েলস থেকে দ্বিতীয় দফায় বাংলাদেশে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বলছেন অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে। এখন দেখার বিষয় হাথুরুর দ্বিতীয় দফায় কেমন এগিয়ে যায় বাংলাদেশ ক্রিকেট।

চলতি বছরের শেষেই প্রতিবেশি দেশ ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। হাথুরুর রেখে যাওয়া প্রথম দফার টাইগার দল এখন বেশ অভিজ্ঞ, বেশ পরিণত। তার উপরে দলের চার সিনিয়র ক্রিকেটারের শেষ ওয়ানডে বিশ্বকাপও। হাথুরুর প্রথম দফায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা দল এখন যোগ্য দাবিদার ফাইনাল মঞ্চের। তবে কি হাথুরুর হাত ধরেই বিশ্বকাপ যাত্রা সফল হবে বাংলাদেশের? এ প্রশ্ন তোলা থাকুক সময়ের কাছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭