ইনসাইড গ্রাউন্ড

পরবর্তী বিশ্বকাপে ঘুরে দাঁড়ানো কথা বললেন জাহানারা


প্রকাশ: 22/02/2023


Thumbnail

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে গেলোও বাংলাদেশকে ফিরতে হয়েছে খালি হাতে। গ্রুপ পর্বের টানা চার পরাজয়ের হার নিয়ে বাংলাদেশে আসবে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচ জয়তো দূরের কথা চারটি ম্যাচে শোচনীয় পরাজয় পেয়েছে বাঘিনীরা। মাঠের লড়াইয়ে এমন দুর্দশার কয়েকটি কারণ চিহ্নিত করেছেন পেসার জাহানারা আলম। সে সঙ্গে বিশ্বকাপে নিজেদের হতশ্রী পারফরম্যান্সের জন্যেও আক্ষেপে পুড়ছেন দলের সিনিয়র এই পেসার।

গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেটে বিশাল পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আসেন জাহানারা। শোনালেন বিশ্বকাপে নিজেদের সুযোগ মিসের আক্ষেপের কথা। জাহানারা বলেন, এভাবে ম্যাচ হারা খুব কষ্টের অনুভূতি। দলের সবার জন্যই। বিশেষ করে যে ক্যাচ ছাড়ে বা যে স্টাম্পিং মিস করে, সে আরও বেশি কষ্ট পায়। দলের সবাই আপসেট। বিশ্বকাপের মঞ্চ থেকে ইতিবাচক কিছু নিয়ে সামনে এগুতে হবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলার বাঘিনীদের ব্যাটিং ব্যর্থতা ছিলো চোখে পড়ার মতো। দুর্বল দেশ আয়ারল্যান্ড ভালো ব্যাটিং করেছে নিগার সুলতানা জ্যোতিদের থেকেও। সে দিক দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও বিবর্ণ ছিলো টাইগ্রেসদের ব্যাটিং। প্রসঙ্গে জাহানারা বলেন, হ্যাঁ রান অনেক কম হয়েছে। তবে দলীয় সংগ্রহ যদিও আরও ২০-২৫ রান বেশি হত তাহলে আমরা স্বাগতিকদের চাপে ফেলতে পারতাম। এরপরেও আমাদের সামনে যে সুযোগগুলো আসছে সেটি আমরা কাজে লাগাতে ব্যর্থ হয়েছি।

নিজেদের পঞ্চম বিশ্বকাপের ব্যর্থতা ভুলে পরবর্তী আসরে ভালো করার প্রত্যাশার কথাও জানান দলের এই পেসার। ২০২৪ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক দেশ বাংলাদেশ। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানান জাহানারা। বলেন, পরের বিশ্বকাপ আয়োজক আমাদের দেশ। নিজের কন্ডিশন কাজে লাগিয়ে ভালো কিছু করব।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭