টেক ইনসাইড

ফেসবুকে লুকিয়ে রাখুন আপত্তিকর মন্তব্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/02/2018


Thumbnail

ফেসবুকের আপত্তিকর বা অপছন্দের মন্তব্য যদি মুছে ফেলতে বা লুকিয়ে রাখার দরকার হয় তার জন্য নতুন বাটন এসেছে। `ডাউনভোট` নামের এই বাটনটি নিয়ে যুক্তরাষ্ট্রে কাজ চলছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের অল্পসংখ্যাক ফেসবুক ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে `ডাউনভোট` বাটন ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

এর আগে অপর কিছু সোশ্যাল মিডিয়া সাইটে এরকম `ডাউনভোট` বাটন আসে। এর ফলে যে পোস্টগুলো পছন্দনীয় নয়, সেগুলো কম দেখা যায়। `ডাউনভোট` বাটনটি ক্লিক করলে অপছন্দের পোস্টটি আর দেখা যাবে না। ফেসবুক ব্যবহারকারীরা এভাবে আপত্তিকর, বিভ্রান্তিকর বা অপ্রাসঙ্গিক পোস্ট বা মন্তব্য লুকিয়ে রাখবে পারবেন।

তবে এই ডাউনভোট দিয়ে পুরো পোস্টটিকে আড়াল করা যাবে না বা নিউজ ফিডের র‍্যাংকিং এ এটির অবস্থান পরিবর্তন করা যাবে না। বিশ্লেষকরা বলছেন, ফেসবুক এখন চেষ্টা করছে নিজেদের একটি দায়িত্বশীল প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতে। তাদের এই সর্বশেষ উদ্যোগকে সেই লক্ষ্যেই আরেকটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সূত্র: বিবিসি

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭