ইনসাইড গ্রাউন্ড

ভাগ্য নির্ধারনী ম্যাচে মুখোমুখি বার্সা-ম্যানইউ


প্রকাশ: 23/02/2023


Thumbnail

উয়েফা ইউরোপা লিগের বাঁচা মরার লড়াইয়ে আজ মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচে জয়ী দল পাবে পরের রাউন্ডের টিকিট, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য শেষ মুহুর্তের প্রস্তুুতি নিচ্ছে উভয় দল। আর দুই দলের এই মহারণের জন্য প্রস্তুত ওল্ড ট্র্যাফোর্ড।

গত সপ্তাহে ক্যাম্প ন্যুতে নকআউট রাউন্ডের প্লে-অফের প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিলো। শুরুতে মার্কোস আলোনসোর গোলে এগিয়ে গেলেও অল্প সময়ে দুই গোল হজম করে বার্সেলোনা। এরপর রাফিনিয়ার গোলে সমতায় শেষ হয় খেলা। এই ম্যাচটি তাই পরিণত হয়েছে ভাগ্য নির্ধারনী লড়াইয়ে।

ইউরোপা লিগে টিকে থাকতে ইউনাইটেডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বার্সেলোনাকে। ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে রয়েছে এরিক টেন হাগের দল। তবে শুধু প্রতিপক্ষ নয়, বার্সাকে সামলাতে হবে ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকদের চাপও। ইংল্যান্ডের দর্শকদের বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে মাঠে তাদের সপ্রভিত উপস্থিতির জন্য। নিজেদের দলকে তুমুল সমর্থন দিয়ে প্রতিপক্ষের কাজটা কঠিন করার ক্ষেত্রে তাদের জুড়ি মেলা ভার। তবে এসব নিয়ে ভাবছেন না বার্সেলনা কোচ জাভি হার্নান্দেজ।

মাঠে ভয়ডরহীন ফুটবল খেলে ম্যাচ জিততে চান জাভি। তার নিজেরও ওল্ড ট্র্যাফোর্ডে খেলার অভিজ্ঞতা রয়েছে। ফলে মাঠের আবহ কেমন হতে পারে, সে বিষয়ে ভাল ধারণা রয়েছে জাভির। বার্সেলনা কোচ বলেন, আমাদের লক্ষ্য থাকবে কেবল আক্রমণাত্মক ফুটবল খেলা ও ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে আসা। তবে কাজটি যে একদম সহজ হবে না সেটাও মনে করিয়ে দিয়েছেন সাবেক এই বার্সা ফুটবলার ও বর্তমান কোচ।

বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭