ইনসাইড বাংলাদেশ

উখিয়ায় রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ


প্রকাশ: 23/02/2023


Thumbnail

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় এক রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ হয়েছেন। 

বুধবার রাত ১০টার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ মোহাম্মদ সলিম আশ্রয় শিবিরের ওই ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকে সাব-মাঝি ।

এর আগে বুধবার দুপুরেও উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে দুটি সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষের সময় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে।  

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এডিআইজি ছৈয়দ হারুনুর রশীদ জানিয়েছেন, গতরাতে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সি-২ ব্লকে মোহাম্মদ সলিম 'স্বেচ্ছায় পাহারায়' নিয়োজিত কর্মীদের মাঠ পর্যায়ে কাজের তদারকি করছিলেন। এতে পাহারারত কর্মীদের সঙ্গে আলাপের এক পর্যায়ে মুখোশ পরিহিত ১০/১৫ জনের অজ্ঞাত একদল দুষ্কৃতকারী তাদের উপর হামলা চালায়। 

হামলাকারীরা মোহাম্মদ সলিমকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।  

পরে মোহাম্মদ সলিমকে উদ্ধার করে কুতুপালং ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭