লিট ইনসাইড

বইমেলায় এলো মোহন রায়হানের ‘কবিতা ও জীবন’


প্রকাশ: 23/02/2023


Thumbnail

এবারের অমর একুশে বইমেলা-২০২৩ এ অয়ন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে দ্রোহ, প্রেম, প্রতিবাদ এবং স্বাধীনতা, সাম্য ও বিপ্লবের কবি মোহন রায়হানের প্রথম গদ্য সাহিত্য (প্রবন্ধ) ‘কবিতা ও জীবন’।

বাংলাদেশের প্রতিবাদী কবিতার জন্য তার বিশেষ পরিচিতি থাকলেও এটি তার প্রথম গদ্য সাহিত্য। ৩৩৬ পৃষ্ঠার বইটির মুল্য ৯০০ টাকা।

অমর একুশে বইমেলা-২০২৩-এ অয়ন প্রকাশনের স্টলে (স্টল নং ১৯৬-১৯৭-১৯৮) বইটি পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশে যে কয়জন নবীন কবির দীপ্ত আবির্ভাব হয়, কবি মোহন রায়হান তাদের অন্যতম। বাংলাদেশের কবিতার ধারায় কবি মোহন রায়হান এক তেজী কণ্ঠস্বর। ১৯৭১-এর রণাঙ্গন থেকে উঠে আসা দ্রোহ, প্রেম, স্বাধীনতা, সাম্য ও বিপ্লবের কবি মোহন রায়হান কবিতাকে কেবল শিল্প ভাবেন না বরং কবিতা তাঁর কাছে সমাজ বদলের শাণিত হাতিয়ার। জীবন ও কবিতায় সমান লড়াকু কবি মোহন রায়হান। কবি মোহন রায়হান আমাদের দেশের এক কিংবদন্তি পুরুষ। তাঁর জীবন ইতিহাস বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় ও গণতান্ত্রিক সংগ্রামের ঘাত-প্রতিঘাত ও উত্থান-পতনের জটিল আবর্তনের খতিয়ান। রাষ্ট্রিক, সামাজিক ও সাংস্কৃতিক সাহিত্য আন্দোলনের ইতিহাসে কবি মোহন রায়হান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭