লিট ইনসাইড

বইমেলায় মুস্তফা মননের 'কফিগার্ল'


প্রকাশ: 24/02/2023


Thumbnail

এবারের অমর একুশে বইমেলায় মুস্তফা মননের উপন্যাস ‘কফিগার্ল’ প্রকাশিত হয়েছে। এটির রোম্যান্টিক ম্যাজিক রিয়ালিজম জনরার একটি উপন্যাস। এটি লেখকের প্রকাশিত ৪র্থ বই।

‘কফিগার্ল’ বইটি প্রকাশ করেছে শোভা প্রকাশ, প্যাভিলিয়ন ১১। বইটির প্রচ্ছদ করেছেন বিখ্যাত চিত্রশিল্পী চারু পিন্টু।

মুস্তফা মনন বলেন, ‘আমার লেখা অন্যান্য বইগুলোর তুলনায় এই বইটিতে আমি সাড়া বেশী পাচ্ছি। এটি আসলে একটি রোম্যান্টিক মিস্ট্রি। মানুষ তো আজকাল থ্রিলার আর মিস্ট্রির দিকে বেশী ঝুঁকে গেছে। এজন্যই বোধ হয় এটা বেশী পছন্দ করছে মানুষ।‘

বইটির নাম নিয়ে তিনি বলেন, ‘কফগার্ল নামটি ইন্টেরেস্টিং। আসলে কফিগার্লকে কেন্দ্র করেই এই উপন্যাসটি। কফিগার্ল কি, কফিগার্লকে কোথায় কীভাবে খুঁজে পাওয়া যাবে। এটাই এই উপন্যাসের মূল প্লট। কফি গার্লকে খোঁজার যে জার্নি এই জার্নিটাই উপন্যাসের গল্প। এটি আসলে বইটিকে পড়লেই বোঝা যাবে যে এই নামের অর্থ্য কী।‘

মুস্তফা মনন পেশায় একজন নির্মাতা এবং চিত্রনাট্যকার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭