ক্লাব ইনসাইড

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, কক্ষ ভাঙচুর


প্রকাশ: 24/02/2023


Thumbnail

কথা-কাটাকাটির জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের দুটি অংশ মকু (দেলোয়ারের অনুসারী) ও ব্রাদার্সের (আল আমিন) মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক ও স্টাফদের কক্ষ ভাঙচুর করা হয়।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সোয়া পাঁচটার দিকে সোহরাওয়ার্দী হলের মোড়ে এই সংঘর্ষ ঘটে। তবে সংঘর্ষে হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, ব্রাদার্স গ্রুপের জুনিয়র কর্মীরা দুপুরে হোটেলে খাবার খেতে যাওয়ার সময় মকু গ্রুপের কর্মীরা তাদেরকে হুমকি দেয়। পরে মকু গ্রুপের একজন কর্মী যখন আলাওল হলের খেলার মাঠে খেলতে গেলে ব্রাদার্সের কর্মীরা তাকে হুমকি দেয় ও গালাগাল করে।

এরপরে দুটি গ্রুপের মধ্যে সংবাদটি ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা রামদা,লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে বের হয়। দু গ্রুপের মধ্যে সোহরাওয়ার্দী মোড়ে চলে ঘণ্টাব্যাপী সংঘর্ষ। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডি পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, পূর্বের ঘটনার জের ধরে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে আমরা প্রক্টরিয়াল বডি ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তারা সোহরাওয়ার্দী হলের ৮ টি কক্ষ ভাঙচুর করে।

এর আগে, ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল ও মোমবাতি প্রজ্বলন করতে যাওয়ার সময় সোহরাওয়ার্দী হলের সামনে দু'পক্ষের সংঘর্ষ হয়।

প্রসঙ্গত, মকু গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হল ও ব্রাদার্সের নেতাকর্মীরা এফ রহমান ও আলাওল হলে থাকে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭