ওয়ার্ল্ড ইনসাইড

চীন সফরে যাচ্ছেন বেলারুশের প্রেসিডেন্ট


প্রকাশ: 25/02/2023


Thumbnail

আগামী ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সজান্ডার লুকাশেঙ্কো। 

শনিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং।  

হুয়া চুনইং বলেছেন, ‘চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সজান্ডার লুকাশেঙ্কো ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চীনে রাষ্ট্রীয় সফর করবেন’। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত লুকাশেঙ্কো। ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে বেলারুশে ব্যাপক মাত্রায় যৌথ সামরিক মহড়া চালায় রাশিয়া। ইউক্রেন যুদ্ধে মস্কোকে নানাভাবে সহায়তা করে আসছে মিনস্ক। বেলারুশ তার প্রতিবেশী রাশিয়ার ওপর আর্থিক এবং রাজনৈতিকভাবে অনেকটাই নির্ভরশীল। বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটে চীনের সঙ্গেও আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক বেলারুশ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭