ইনসাইড গ্রাউন্ড

তামিম-সাকিব দ্বন্দ নিয়ে বিস্ফোরক মন্তব্য পাপনের


প্রকাশ: 25/02/2023


Thumbnail

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দ্বন্দের গুঞ্জন শোনা যাচ্ছিলো অনেকদিন ধরেই। তবে বরাবরই সে খবর অস্বীকার করে আসছিলেন দুজনে। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে সাকিব-তামিম উভয়েই হাজির হলেও একে অপরের সঙ্গে কথা বলেননি কেউ। যা সমর্থকদের নজর এড়ায়নি। এরপর থেকে নতুন মাত্রা পায় এই বিতর্ক। এবার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলে গ্রুপিংয়ের কথা স্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

তামিম ও সাকিব- বাংলাদেশের সবচেয়ে বড় দুই তারকার বন্ধুত্বের খবর সকলেরই জানা। তবে কিছুদিন যাবৎ তাদের সম্পর্কের অবনতি হয়। যার প্রভাব পড়ছে দলেও। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেন তামিম ইকবাল। টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। দুজনেই দলের অপরিহার্য অংশ। তামিম টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট খেলছেন নিয়মিতভাবে। চলতি বছর আবার ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তাই দুই সিনিয়র ক্রিকেটারের দ্বন্দ কপালের ভাজ বাড়িয়েছে বাংলাদেশ দল সংশ্লিষ্টদের।

নাজমুল হাসান পাপন বলেন, বাংলাদেশ দলের ড্রেসিং রুমের পরিবেশ এই মুহুর্তে স্বাস্থ্যকর নয়। সাকিব ও তামিমের বিরোধের ব্যাপারটি সমাধানের চেষ্টা করেছি। দুজনের সঙ্গেই কথা বলেছি, এরপর মনে হয়েছে বিষয়টি জটিল। তবে দুজনের ব্যক্তি সম্পর্কের প্রভাব যাতে কোন ভাবেই দলের উপর না পড়ে সে বিষয়ে তাদেরকে সচেতন থাকতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্রুপিং। দলের ভালো ভবিষ্যৎ দেখতে হলে এটার ইতি টানা জরুরি। এভাবে কখনোই চলতে পারে না। গ্রুপিং কখনোই ভাল কিছু আনে না। তাদের তো মাঠে এবং ড্রেসিংরুমেও কথা বলতে হয়। ড্রেসিংরুমের পরিবেশ আরো খারাপ ছিল, তবে সম্প্রতি তার কিছুটা উন্নতি হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে এর অবসান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন বিসিবি সভাপতি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭