ইনসাইড বাংলাদেশ

পটুয়াখালীতে ৭ দফা দাবিতে মশাল মিছিল


প্রকাশ: 25/02/2023


Thumbnail

জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু সুরক্ষা আইনসহ ৭ দফা দাবি আদায়ে পটুয়াখালীতে মশাল মিছিল করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।  

শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারি)  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে পৌর শহরের নতুন বাজার আখড়াবাড়ী থেকে মশাল মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। 
সমাবেশে তারা ৭ দফা দাবি উত্থাপন করেন। দফাগুলো হল- জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, পার্বত্য শান্তিচুক্তি-পার্বত্য ভূমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায় ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন। 

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সেখ হাসিনা সংসদ নির্বাচনের পূর্বে নির্বাচনী ইশতেহারে  আমাদের দাবিগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এখন পর্যন্ত দাবিগুলো বাস্তবায়ন হয়নি। আমরা দাবি আদায়ে আজ রাস্তায় নেমেছি। 

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি তপন কর্মকার, ডাঃ জগন্নাথ পাল, শমির কর্মকার, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিভা রানী সাহা, জেলা শিক্ষক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সঞ্চয় সরকার, সদস্য সচিব নিরদ বৈদ্য ও পটুয়াখালী ইস্কনের সাধারণ সম্পাদক আহল্লাদ গোবিন্দ দাসসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা উপজেলার নেতাকর্মীরা মশাল মিছিলে  উপস্থিত ছিলেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭