ইনসাইড গ্রাউন্ড

হলান্ড-ফোডেন নৈপুণ্যে দারুণ জয় সিটির


প্রকাশ: 26/02/2023


Thumbnail

ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার এফসি বোর্নমাউথকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিগ শিরোপা জয়ের দৌড়ে থাকা ম্যানসিটি। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনলো গার্দিওলার দলটি। আর্সেনালের থেকে এখন ২ পয়েন্টের ব্যবধান ম্যানসিটির।  

ইংল্যান্ডের ভিটালিটি স্টেডিয়ামে শনিবার বোর্নমাউথের মুখোমুখি হয় ম্যানসিটি। ম্যাচের ১৫ মিনিটেই সিটিকে এগিয়ে নেন আর্জেন্টাইন তারকা হুওলিয়ান আলভারেস। তবে গোলটি আসতে পারতো সিটির অন্যতম তারকা আর্লিং হলান্ডের পা থেকেই। প্রথমে বোর্নমাউথের গোলবার কাঁপানো হলান্ডের শটটি ফিরে আসে ডি বক্সে সেখান থেকে ফিরতি শটে বল জালে জড়ান আলভারেস। ম্যাচের ২৯ মিনিটে আর রুখতে পারেনি হলান্ডকে। দলকে ২-০ তে এগিয়ে নেন নওয়ের এ তারকা। ফোডেনের কাছ থেকে পাওয়া বল জালে জড়াতে ভুল করেননি হলান্ড। প্রথমার্ধে সিটি দেখা পায় দলের তৃতীয় গোলেরও। দলের হয়ে তিন নম্বর গোলটি করেন ফোডেন, ম্যাচের ৪৫ মিনিটে।

প্রথমার্ধে গোলে বিপর্যস্ত হওয়া বোর্নমাউথ ম্যাচে ফিরে আসার চেষ্টা করেও আর ফিরতে পারেনি। উল্টো ম্যাচের ৫১ মিনিটে দুর্ভাগ্যের শিকার হয়ে চতুর্থ গোল খাওয়ার স্বাদ উপভোগ করতে হয় ক্লাবটিকে। এবারো গোলের সঙ্গে নাম জড়িয়ে হুলিয়ান আলভারেসের। ডিবক্সে অনেকক্ষণ বল পায়ে রাখার পরে শট নেন আলভারেস। বলটি বোর্নমাউথের ডিফেন্ডার ক্রিস মেফামের হাঁটুতে লেগে জালে জড়ায়। কিছুই করার ছিলো না বোর্নমাউথ গোলরক্ষকের। ম্যাচের ৮৩ মিনিটে দলটির সমর্থকদের কিছুটা আনন্দ দেয় বোর্নমাউথ। ম্যানসিটির জালে বল জড়াতে সফল হন বোর্নমাউথের কলোম্বিয়ান তারকা লেরমা ভলি। ফলে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

ম্যানসিটির জয়ের দিনে লেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে আর্সেনালও। তাই এখন ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ বেশি খেলা ম্যানসিটি ৫৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। ম্যানসিটি থেকেও ৬ পয়েন্ট কম নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭