ইনসাইড গ্রাউন্ড

তামিম বললেন এভ্রিথিং ইজ ভেরি ফাইন


প্রকাশ: 26/02/2023


Thumbnail

বাংলাদেশ ক্রিকেটের দুই রত্ন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দেশের ক্রিকেটের যত রেকর্ড তার অধিকাংশ এই দুজনের কাঁধে ভর করে পেয়েছে বাংলাদেশ। প্রতিনিয়ত দেশকে উজাড় করে দেওয়া এই দুই ক্রিকেটারের সম্পর্কটায় ফাটল ধরেছে বহুদিন আগে। তাদের জন্যই নাকি দলের ড্রেসিং রুম দুইভাগে বিভক্ত এমনটা জানিয়েছেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তবে পাপনের কথা অস্বীকার করে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল বললেন সব ঠিকঠাক।

১ মার্চ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ড সিরিজ সামনে রেখে রোববার গণমাধ্যমের সাথে কথা বলেন টাইগার ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খান। একদিন আগে করা বোর্ড সভাপতির মন্তব্য তামিমের কাছে আসবে এটা স্বাভাবিক ছিলো। জাতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে জানতে চাওয়া হলে তামিম বলেন, ‘ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক আছে। দলের সবার মধ্যে সম্পর্কটাও ভালো। দীর্ঘদিন ধরে এভাবেই আছে ড্রেসিংরুম। ড্রেসিংরুমের পরিবেশ ভালো দেখেই এর ফলাফল পাচ্ছে বাংলাদেশ। শেষ ৫ বছর ধরে আমরা ওয়ানডেতে ভালো খেলে আসছি। সবকিছু স্বাভাবিক আছে বলেই আমরা ফল পাচ্ছি।‘

বোর্ড সভাপতির মন্তব্যে উল্লেখযোগ্য ছিলো জাতীয় দলের ড্রেসিংরুম দুইভাগে বিভক্ত। তামিম ওয়ানডে অধিনায়ক হওয়ায় যারা ওয়ানডে খেলে তাদের সাথে তামিমের সম্পর্কটা ভালো। আবার সাকিব টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক হওয়ায় এই দুই ফরম্যাটে যারা খেলে তাদের সাথে সাকিবের সম্পর্ক টা ভালো। এমন ইঙ্গিত ছিলো নাজমুল হাসান পাপনের কণ্ঠে। তবে গ্রুপিংয়ের বিষয়ে দেশ সেরা ওপেনার বললেন, ‘১৭ বছর ধরে জাতীয় দলে খেলছি। দল ভালো না করলেই গ্রুপিং শব্দটা ব্যবহার করা হয়।  দলে ১৬ বছর আগেও দেখিনি, ১০ বছর আগেও দেখিনি।’

সবশেষ ৬ মাস জাতীয় দলের ড্রেসিংরুমে ছিলেন না তামিম। চোটের জন্য মিস করেছিলেন দেশের মাটিতে হওয়া সবশেষ ভারত সিরিজটিও। সাম্প্রতিক সময়ে দলে গ্রুপিং দেখেন নি তামিম। তিনি বলেন,  ‘ছয় মাসের মধ্যে হলে জানি না, ৩-৪ দিনেও দেখিনি। এভ্রিথিং ইজ ভেরি ফাইন।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭