কালার ইনসাইড

টানা চার ছবি ফ্লপ, যা বললেন অক্ষয়


প্রকাশ: 26/02/2023


Thumbnail

কর্মজীবনের দিক থেকে ২০২২ সালটা একেবারেই ভাল কাটেনি অক্ষয় কুমারের। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত চারটি ছবি। ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ এবং ‘রাম সেতু’— বক্স অফিসে চারটি ছবিই ব্যর্থ। নতুন বছরেও ‘সেলফি’ নিয়ে অব্যাহত রইল সেই ধারা। টানা বক্স অফিসে ব্যর্থ হওয়া অক্ষয় কুমার এবার বললেন, বক্স অফিসে আমার টানা ৪টি সিনেমা চলল না, নিজেকে আরও ভাঙতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ‘সেলফি’ সিনেমা। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত এটি তার প্রথম সিনেমা। কিন্তু এ সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ৮০ কোটি রুপি বাজেটের সিনেমাটির শুরুটাই ভালো হয়নি। প্রথম দিনে টেনেটুনে ৩ কোটি রুপিও আয় করতে পারেনি।

এ পরিস্থিতি দারুণ সমালোচনার মুখে পড়েছেন অক্ষয়। এই সমালোচনার মধ্যেই মুখ খুললেন অক্ষয়। আজতাক ডটকমের সঙ্গে আলাপকালে অক্ষয় কুমার বলেন— ‘আমার সঙ্গে এটি প্রথমবার ঘটেনি। আমার ক্যারিয়ারে টানা ১৬টি সিনেমা ফ্লপ করেছিল। এরপর এমন সময় গিয়েছে, যখন টানা ৮টি সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়। এখন আবার টানা ৩-৪টি সিনেমা বক্স অফিসে চলেনি। ব্যাপারটা এমন হয়েছে যে, আপনার সমস্যার কারণে সিনেমা চলছে না। দর্শক বদলে গিয়েছেন, আপনারও বদলানো প্রয়োজন; আপনার নিজেকে ভাঙতে হবে। আপনাকে নতুন করে শুরু করতে হবে। কারণ দর্শক নতুন কিছু চাইছেন।’

ব্যর্থতার সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিয়ে অক্ষয় কুমার বলেন, ‘দর্শক বা অন্য কাউকে দোষারোপ করছি না। এটা শতভাগ আমার সমস্যা। দর্শকের সমস্যার কারণে ফিল্ম চলছে না, বিষয়টি এমন নয়। বরং আপনি কেমন সিনেমা নির্বাচন করছেন তার উপর নির্ভর করে।’

‘সেলফি’ সিনেমাটি মালায়ালাম ‘ড্রাইভিং লাইসেন্স’ সিনেমার হিন্দি রিমেক। রাজ মেহতা পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন— ইমরান হাশমি, নুসরাত ভারুচা, ডায়না পেন্টি প্রমুখ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭