ওয়ার্ল্ড ইনসাইড

এবার রাশিয়াতে বন্দুক হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/02/2018


Thumbnail

রাশিয়ার কিজলিয়ার শহরের এক খ্রিষ্টান চার্চে গুলি চলেছে। এই ঘটনায় নিহত হয়েছে পাঁচ জন নারী। একজন পুলিশ সদস্য সহ আহত হয়েছে আরও পাঁচজন। 


কিজলিয়ার মেয়র আলেকজান্ডার শুভালভ বলেন, ‘পাঁচজন নিহত হয়েছে। বন্দুকধারীও নিহত হয়েছে। দুই পুলিশ সদস্য ও এক নারী আহত হয়েছে।’

সেখানে মেসলেনিতসা উৎসবে অংশগ্রহণকারী উপাসকদের উপর শিকারে ব্যবহার করা হয় এমন বন্দুক দিয়ে হামলা চালানোর হয়। বন্দুকধারী ওই আক্রমণকারীকে রাশিয়ার ডাগেস্টানের অধিবাসী খলিল খলিলভ(২৮) হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনাস্থলেই তাকে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হয়েছেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, অর্থডক্স ওই গির্জা থেকে প্রার্থনাকারীরা যখন বের হয়ে আসছিলেন তখনই এ বন্দুক হামলার ঘটনা ঘটে। তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি।

বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭