ইনসাইড গ্রাউন্ড

মেসির হাতেই উঠছে ফিফার বর্ষসেরার পুরস্কার


প্রকাশ: 27/02/2023


Thumbnail

ফুটবল বিশ্বে সেরাদের সেরা আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। ক্যারিয়ারে যোগ করেছেন নানা অর্জন। জিতে নিয়েছেন ফুটবলের সব পুরষ্কার, এক পুরষ্কার একাধিকবারও জয়ের রেকর্ড রয়েছে আর্জেন্টাইন এই সুপার স্টারের। বয়স ৩৫ হলেও মাঠের লড়াইয়ে মেসি যেনো এখনো অপ্রতিরোধ্য এক তরুণ সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে জিতেছেন বিশ্বকাপ সেরার পুরষ্কার। ইতিমধ্যে স্পর্শ করেছেন ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলকও। সব ঠিকঠাক থাকলে এবার মেসির হাতেই উঠতে যাচ্ছে ফিফার বর্ষসেরার পুরস্কারও     

এবারের বর্ষসেরা ফুটবলার হিসেবে মনোনীতদের নাম চলতি মাসের শুরুর দিকে প্রকাশ করেছিলো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে করিম বেনজেমার নাম রয়েছে। তবে সকল তারকাকে ছাপিয়ে ফিফা দ্যা বেস্ট হতে যাচ্ছেন লিওনেল মেসি এমন খবর ভেসে বেড়াচ্ছে ফরাসি সংবাদ মাধ্যমগুলোতে।  

বর্ষসেরার পুরষ্কার লিওনেল মেসির হাতেই উঠতে চলেছে এমন তথ্য ফাঁস করেছেন আর্জেন্টাইন সাংবাদিক ফ্রান্সেস আগুইলার যদি আগুইলারের তথ্য সঠিক হয় তাহলে ২০১৯ সালের পর আবারও ফিফার বর্ষসেরার পুরষ্কার পেতে যাচ্ছেন সাতবারের ব্যালন ডিঅর জয়ী এই ফুটবলার।  

বর্ষসেরা পুরষ্কারের জন্য বিবেচনায় আনা হয়েছে ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত ফুটবলারদের পারফরম্যান্স। যেখানে সবার থেকে এগিয়ে লিওনেল মেসি। কারণ এই সময়ের মধ্যেইতো বিশ্বকাপ জিতেছেন মেসি। এছাড়াও ক্লাবের হয়ে জিতেছেন লিগ ওয়ান, ফ্রেন্স সুপার কাপ আর্জেন্টাইনদের হয়ে ফিনালিসিমা ট্রফি। যার মধ্যে রয়েছে মেসির ব্যাক্তিগত অর্জনও  

স্থানীয় সময় আজ সোমবার প্যারিসেফিফা দ্য বেস্টঅনুষ্ঠান হবে। দ্য বেস্ট অ্যাওয়ার্ডস দেওয়া শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭