ইনসাইড গ্রাউন্ড

আলমেরিয়ার কাছে হারে ক্ষুদ্ধ বার্সা কোচ, সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ


প্রকাশ: 27/02/2023


Thumbnail

স্প্যানিশ লা লিগায় টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে আলমেরিয়ার বিপক্ষে খেলতে নামে বার্সেলোনা। লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকলেও সে সুযোগ কাজে লাগাতে পারেনি জাভি হার্নান্দেজের দলটি। অবনমন অঞ্চলে থাকা আলমেরিয়ার সাথে হেরেছে - গোলে।

খেলার মাঠে জয় পরাজয় স্বাভাবিক একটি ঘটনা। তবে দুর্বল প্রতিপক্ষের সাথে মাঠে বার্সার খেলোয়াড়দের ধরণ নিয়ে ক্ষুদ্ধ দলটির কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে তাই নিজের ক্ষোভ প্রকাশ করেন জাভি। গণমাধ্যমকে বলেন, ‘এমন হার সত্যিই রাগের। সকল প্রতিযোগিতার ম্যাচ মিলিয়ে খেলাটি সবচেয়ে বাজে ছিলো খেলোয়াড়দের জন্য। লা লিগার শীর্ষে থাকা একটি দলের এমন হারে কোন অজুহাত চলে না।

আলমেরির বিপক্ষে পুরো ম্যাচ দাপুটে খেলেছে বার্সা। শতাংশের হিসেবে ৭২ শতাংশ বল পায়ে রেখেছিলো বার্সেলোনার খেলোয়াড়রা। এরপরেও আলমেরির জালে বল পাঠাতে পারেনি বার্সার রক্ষণভাগের খেলোয়াড়রা। এমন বাজে পারফরম্যান্সে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাভি। তিনি বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে জয়ের তাড়না দেখা যায়নি। কোচ হিসেবে দলের এমন পারফরম্যান্স আমাকে দুশ্চিন্তায় ফেলছে। আমাদের যদি লা লিগা জয় করতে হয় তাহলে খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষুধা নিয়ে আসতে হবে। আলমেরির সাথে হারের জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি।‘    

লা লিগায় ৫৯ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষস্থানে থাকলেও মাত্র পয়েন্ট দূরে রিয়াল মাদ্রিদ। তাই লা লিগা জয় যে সহজ হবে না সেটি স্বীকার করলেন জাভি। কাতালান এই ক্লাবটির কোচ বলেনসৌভাগ্যজনক ভাবে আমরা টেবিলে এগিয়ে রয়েছি। তবে স্পানিশ লা লিগা জয় সহজ হবে না। আমরা লড়াই করছি শক্তিশালী রিয়াল মাদ্রিদের সাথে। বার্সেলোনাও শক্তিশালী, তাই ট্রফি জিততে হলে খেলোয়াড়দের জয়ের তাড়না ফিরিয়ে আনতে হবে।‘   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭