ইনসাইড গ্রাউন্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১০ রানের লজ্জার রেকর্ড


প্রকাশ: 27/02/2023


Thumbnail

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ঘটে গেলো এক চমকপ্রদ ঘটনা। টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১০ রানে অল আউট হয়ে সর্বনিন্ম স্কোরের রেকর্ড গড়লো ভূমধ্যসাগরের তীরবর্তী শহর আইল অব ম্যান। স্পেনের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে লজ্জার রেকর্ড গড়ে শহরটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের ২০০৫ ম্যাচের মধ্যেই এটিই সর্বনিন্ম স্কোর।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃতি পেলেও ম্যাচটি ছিলো আইসিসির দুই সহযোগী দেশের মধ্যে। স্পেনের কার্তহেনায় অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে স্পেনের বোলিং তোপে ১০ রানে অল আউট হয়ে যায় আইল অব ম্যান। এদিন ম্যাচে রেকর্ড গড়েন স্পেনের বোলার কামরান আইল অব ম্যানের পরপর তিন উইকেট শিকার করে তুলে নেন হ্যাট্রিক। জবাবে ১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র বলেই টার্গেট ভেদ করে নেয় স্পেন। এটিও হয় রেকর্ড, টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ১১৮ বল হাতে রেখে ম্যাচ জয়ের এটিই প্রথম কীর্তি।

আন্তর্জাতিক ক্রিকেটে এত দিন সর্বনিন্ম স্কোরের রেকর্ডটি ছিলো তুরস্কের। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২১ রানে অল আউট হয়েছিলো তুরস্ক। তবে এবার তুরস্ককে হটিয়ে লজ্জার রেকর্ডটি নিজেদের করে নিলো আই অব ম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে না হলেও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিগ ব্যাশের ম্যাচেও মাত্র ১৫ রানে অল আউট হওয়ার রেকর্ড রয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে বিগ ব্যাশের ম্যাচে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে সিডনি থান্ডার অলআউট হয়েছিল ১৫ রানে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭