ইনসাইড গ্রাউন্ড

আর্জেন্টাইন ক্লাব থেকে ডাক পেয়েছেন জামাল


প্রকাশ: 28/02/2023


Thumbnail

আর্জেন্টাইন ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বিশ্বকাপে বাংলাদেশের মানুষের আকাশি-নীলদের নিয়ে উন্মাদনার খবর পোঁছেছে আর্জেন্টিনায়। যার জেরে ১৯৭৮ সালের পর আবার বাংলাদেশে দূতাবাস খুলেছে দেশটি। এর মাঝেই দারুণ এক সুখবর পেয়েছেন জামাল ভূঁইয়া। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়ো চুক্তি করতে চায় তার সাথে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস দাবি করেছে, এরই মধ্যে জামালের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে ক্লাবটি। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের এই দলটির কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, শিগগিরই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। তবে এ বিষয়ে জামাল ভূঁইয়ার কাছ থেকে আনুষ্ঠানিক কোন বিবৃতি জানা যায়নি। তবে দূতাবাস চালুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাল। সেখানে জামালের সাথে একটি টেবিলে কয়েকজন আর্জেন্টাইনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে টেবিলের ওপর জামালের ৬ নম্বর জার্সির পাশে আর্জেন্টিনা জাতীয় দলের ও সোল দে মায়োর জার্সি রাখা রয়েছে। যা এই আলোচনা আরো উসকে দিয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলছেন জামাল ভূঁইয়া। আর্জেন্টিনার ক্লাবটির সাথে বাংলাদেশি এই মিডফিল্ডারের চুক্তির বিষয়ে তার ক্লাবও কোন কিছু নিশ্চিত করতে পারেনি। শেখ রাসেলের পরিচালক সালেহ জামান সেলিম জানান, ‘জামাল ভূঁইয়া প্রস্তাবের বিষয়ে ক্লাবের কোন তথ্য জানা নেই। এ ব্যাপারে আমরা এখনো কোনো খবর পাইনি।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭