ইনসাইড গ্রাউন্ড

যুব বিশ্বকাপ কাবাডিতে শুভসূচনা বাংলাদেশের


প্রকাশ: 28/02/2023


Thumbnail

দ্বিতীয় যুব বিশ্বকাপ কাবাডিতে ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ইরানে গিয়েছে বাংলাদেশ। স্বপ্নের মত শুরুটাও করেছে দুর্দান্ত। প্রথম ম্যাচেই থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে লাল সবুজ প্রতিনিধিরা।

ইরানের উর্মিয়া শহরে আজ নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৬৯-৪৩ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ কাবাডিতে চার গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেছে ১২ টি দেশ। বাংলাদেশ পড়েছেসিগ্রুপে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড ছাড়াও রয়েছে এশিয়ার দেশ ভারত। চার গ্রুপ থেকে দুটি করে দল খেলবে শেষ আটে। থাইল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয় পাওয়ায় শেষ আট অনেকটা নিশ্চিত বাংলাদেশের।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ বুধবার শক্তিশালী ভারতের বিপক্ষে। যদি ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেও যায় এরপরেও ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ আটে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। কারণ থাইল্যান্ড দুর্বল প্রতিপক্ষ হওয়ায় ভারতের সাথে জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ।

বাংলাদেশ দল গ্রুপের রানার্সআপ হয়ে শেষ আটে উঠলে খেলা পড়বেগ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ইরানের সঙ্গে। স্বাগতিক দেশ ইরান কাবাডিতে খুবই শক্তিশালী। তাই ইরানকে হারানো বাংলাদেশের জন্য কঠিন হবে। বাংলাদেশ দলের কোচ আবদুল জলিল মনে করেন ইরানকে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া কষ্টকর। যদি তাই হয় তাহলে ২০১৯ সালের ব্রোঞ্জ জয়ী বাংলাদেশকে এবার আসতে হবে পদক ছাড়াই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭