ওয়ার্ল্ড ইনসাইড

এমার ক্ষোভে বিদ্ধ ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/02/2018


Thumbnail

অষ্টাদশী মেয়েটি কিছু বলবে বলে মঞ্চে দাঁড়িয়েছিল। মঞ্চেই বন্ধু হারানোর শোকে সহস্র জনতার সামনে থেকে থেকে সে কেঁদেছে। তবে তাঁর শোকে আড়ষ্ট কণ্ঠ দৃঢ় উচ্চারণে মার্কিন আত্মঘাতী অস্ত্র নীতির বিরুদ্ধাচরণ করেছে। আর যেন কোন পিতা সন্তান না হারান, মায়ের বুক খালি না হয় অথবা কোন বন্ধু পরের দিন স্কুলে গিয়ে একা না হয়ে যায় এজন্য সবাই অংশ নিয়েছেন সেই সমাবেশ। তারা ঘরে বসে শোক উৎযাপন করেন নি। বরং এ সংকটের সমাধান খুঁজতে মারজরি স্টোনম্যান ডগলাস স্কুলের ছাত্রছাত্রীরা অস্ত্রে নিষেধাজ্ঞার ডাকের সভা আয়োজন করেছেন। সেখানে একত্রিত হয়েছেন সবাই। যে সব মার্কিন জনপ্রতিনিধি অস্ত্রে নিষেধ সমর্থন করেন না বা যারা এনআরএ-র কাছ থেকে টাকা নেন তাঁদের ক্ষমতা থেকে সরানোর দাবি তুলেছে শিক্ষার্থীরা।

অষ্টাদশী মেয়েটি হাইস্কুলের ছাত্রী এমা গঞ্জালেস। ক্ষোভের বশে কথা দিয়ে আক্রমণ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে, কখনও বা মার্কিন জনপ্রতিনিধিদের। আর তাকে সমর্থন দিয়েছেন বড়রাও। অস্ত্র আইনের লাগাম না টানা থেকে শুরু করে ন্যাশনাল রাইফ্‌ল অ্যাসোসিয়েশনের (এনআরএ) কাছ থেকে অর্থ গ্রহণ সব বিষয়েই দেশটির রাজনৈতিক নেতাদের কথার আগাতে জর্জরিত করেছেন তিনি।

এত প্রাণহানির পরও দেশের অস্ত্র আইন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন কথা বলেননি । এমাও প্রেসিডেন্ট বলে ট্রাম্পকে ছেড়ে কথা বলেন নি। জোরালো গলায় তিনি বলেছেন, ‘যদি প্রেসিডেন্ট আমার কাছে এসে মুখের উপরে বলেন, যে এটা মর্মান্তিক ঘটনা ছিল... কিন্তু এটা নিয়ে তেমন কিছুই করার নেই... তা হলে খুব হাসিহাসি মুখে আমি তাকে জিজ্ঞেস করব, এনআরএ-র কাছ থেকে কত টাকা পেয়েছেন? যদিও সংখ্যাটা আমি জানি। তিন কোটি ডলার! যে নেতা এনআরএ-র কাছ থেকে টাকা নেন, তাঁর লজ্জা হওয়া উচিত।’’ তাঁর আশপাশে সবাই বলে ওঠেন, ‘‘শেম অন ইউ!’ এমা আরও বলেন, ‘বড়রা হয়তো এটা বলতেই অভ্যস্ত যে, এ সব চলতেই থাকবে। কিন্তু আমরা শিখেছি পড়াশোনা না করলে ব্যর্থ হতে হয়। এ ক্ষেত্রে যদি তুমি সক্রিয় ভাবে কিছু না কর, মানুষ মরতেই থাকবে।’

ট্রাম্প অবশ্য বরাবরের মতোই এসবে কর্ণপাত করছেন না। যথারীতি টুইট করে বলেছেন, ‘দুঃখজনক ব্যাপার। এফবিআই ফ্লোরিডার স্কুলের বন্দুকধারীকে নিয়ে সব তথ্য অবহেলা করেছে। ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ যোগাযোগের প্রমাণ খুঁজতেই তারা ব্যস্ত। নিজেদের দায়িত্বটা ঠিক করে পালন করুন।’


বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭