ওয়ার্ল্ড ইনসাইড

ব্যবসায় করতে পারবে সৌদি নারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/02/2018


Thumbnail

সৌদি আরবে নারীদের উপর থেকে একে একে কাটছে নিষেধাজ্ঞা। এখন থেকে দেশটির নারীরা নিজের স্বাধীন ব্যবসা শুরু করতে পারবে। আর ব্যবসা চালু করতে পুরুষ কিংবা কোনো অভিভাবকের অনুমতির প্রয়োজন পড়বে না। গত বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ বিষয়ে বলা হয়, পরিবারের পুরুষদের সম্মতি ছাড়াই সরকারি সুযোগ সুবিধাও পাবেন নারীরা। এ দেশে নারীরা বিভিন্ন ক্ষেত্রে যে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে দিন কাটিয়ে এসেছেন, তা এই ব্যবস্থার ফলে অনেকটাই বদলে যাবে। এত দিন সৌদি আরবে কোনো নারী যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চান, বা ঘুরতে যেতে চান, কিংবা সরকারি কোনো কাজ করাতে চাইতেন, তা হলে তাঁকে পরিবারের পুরুষ সদস্যের অনুমতির উপরে নির্ভর করতে হত। সেই পুরুষ অভিভাবক বাবা, স্বামী বা ভাই হতে পারেন। এ বার থেকে তা আর লাগবে না।

সৌদি আরব মেয়েদের কাজের সুযোগ বাড়িয়ে বেসরকারি ক্ষেত্রগুলিকে সংস্কার করছে। এই পদক্ষেপ সৌদি নারীদের কর্মক্ষেত্রে স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭