ইনসাইড বাংলাদেশ

প্রাণিসম্পদ খাত যত উন্নত হবে, বাংলাদেশও তত উন্নত হবে: প্রাণিসম্পদ মন্ত্রী


প্রকাশ: 01/03/2023


Thumbnail

প্রাণিসম্পদ খাত যত উন্নত হবে, বাংলাদেশও তত উন্নত হবে বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।  

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি বিপন্ন দেশ ছিলো। সেই জায়গা থেকে আজকের এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পেছনে লাইভ স্টকের অবদান অকল্পনীয়। এই যাত্রায় প্রাইভেট-পাবলিক সবাই একসাথে কাজ করেছে। অতীতে সবার মাঝে এই খাতকে নিয়ে একটা নাক সিটকানো ছিলো। কিন্তু এখন সবাই এই খাতকে গুরুত্ব দেয়। নিউজিল্যান্ড বা আরও অনেক দেশ এই খাতকে ঘিরেই উন্নত হয়েছে। আমাদেরকেও বুঝতে হবে এই খাত যত উন্নত হবে, বাংলাদেশও তত উন্নত হবে।‘

বুধবার (১ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি)-এ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মো এমদাদুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদ। 

অনুষ্ঠানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ এর এ দেশব্যাপী আয়োজনের উপর প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চীফ কো-অর্ডিনেটর ড. মোঃ গোলাম রাব্বানী একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ও একটি ডকুমেন্টারি প্রদর্শন করেন। 

সভাপতির বক্তব্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মো এমদাদুল তালুকদার বলেন, বাংলাদেশের মৎস ও প্রাণিসম্পদ অনেক এগিয়ে গেছে, অনেক কিছু অর্জন করেছে। 

তিনি বলেন, ‘সাংবাদিকদের কাছে অনুরোধ আমাদের অর্জনের কথা যেন জনসাধারণ জানতে পারে। এবং তারা যেন হাঁস-মুরগি-গরু পালনে উৎসাহি হয়।’

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদ বলেন, ‘অনেকেই এই প্রদর্শনীর ফলে ফিউচার সেল কত বাড়বে, ইনভেস্টমেন্ট কত পাওয়া যাবে এসব নিয়ে কথা বলেছে। তবে আমি লাভের কথা এতো ভাবি না। সরকারি চাকরি করি, মাস গেলে বেতন পাই। আমি এই আয়োজনের সামাজিক গুরত্ব বা সোশ্যাল ইম্প্যাক্টের কথা বলতে চাই। লাইভ স্টকের এই যে প্রদর্শন এতে কিন্তু শিশু ও যে সব নারীরা সাধারণত ঘরেই থাকেন তারা কিন্তু বেশ আনন্দ পেয়েছে, উপভোগ করেছে। লাইভ স্টকেরও যে প্রদর্শন হতে পারে এটা আমি আগে ভাবিনি।’

তিনি আরও বলেন, ‘আরেকটা জিনিস আমি বুঝেছি। বাংলাদেশে সবাইকে নিয়ে এক সাথে কাজ করা বেশ কঠিন। কিন্তু আমরা একতার সাথে একসাথে এই প্রদর্শনটা সম্পন্ন করেছি। সরকারি-বেসরকারি সবাই মিলে আমরা এই আয়োজনটা করেছি। এই একতা, এই ডিসিপ্লিন বজায় থাকবে এটাই প্রত্যাশা। ব্যবসায়িক দিক ও মূল্যবোধের দিক উভয়ই আছে এই প্রদর্শনীতে।’

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তোফাজ্জল হোসেন, লাইভস্টক ডেইরী ও ডেভেলপমেন্ট প্রজেক্টের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান, বাংলাদেশ ডেইরি ডেভলপমেন্ট প্রকল্পের সভাপতি ইমরান হোসেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭