কালার ইনসাইড

বাথরুমে মিলল সঙ্গীতশিল্পীর লাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/02/2018


Thumbnail

নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী সাবা তানি মারা গেছেন। আজ সোমবার সকালে উত্তরার বাসার বাথরুমে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।

সাবার খালাতো ভাই চিত্রনায়ক নাঈম গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেন।

নাঈম জানান, সাবা তানি দীর্ঘদিন ধরে নিম্ন রক্তচাপে ভুগছিলেন। উত্তরার বাসায় মায়ের সঙ্গে থাকতেন তিনি। গতকাল রোববার নিউ ইস্কাটনে বড় বোনের বাসায় যান মা। রাতে তিনি সেখানেই ছিলেন। কাল রাত থেকে অনেকেই সাবা তানিকে ফোন করে পাননি। শেষে আজ সকালে বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে আত্মীয়রা বাসায় ঢোকেন। এ সময় সবাই তাঁকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন।

সাবা তানির মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি মা, দুই ভাই, দুই বোন ও এক ছেলে রেখে গেছেন।

উল্লেখ্য, পপ ও গজল গান গেয়ে আশি ও নব্বইয়ের দশকে বেশ সাড়া ফেলেন সাবা তানি। ‘কিছুক্ষন’, ‘কোনো বৈশাখী রাতে যদি’ তাঁর গাওয়া অন্যতম জনপ্রিয় গান।


বাংলা ইনসাইডার/ এইচপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭