ইনসাইড গ্রাউন্ড

যে ৫ কারণে হেরেছে বাংলাদেশ


প্রকাশ: 02/03/2023


Thumbnail

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। এ জয়ে সফরকারিরা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো, আর দীর্ঘসময় পর ঘরের মাটিতে হার দিয়ে কোন সিরিজ শুরু করলো বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে ইংলিশরা।

ম্যাচের শুরুটা ভালই করেছিলো বাংলাদেশ। তবে শুরুর সেই ছন্দ ধরে রাখতে পারেন নি তামিম-লিটনরা। মিরপুরের উইকেটও এদিন ভেলকি দেখিয়েছে। স্পিনাররা যেমন টার্ন পেয়েছেন, অপ্রত্যাশিত বাউন্স-সুইংয়ের দেখা পেয়েছেন পেসাররাও। শ্রেয়তর দল হিসেবেই জয়ের মালা পড়েছে ইংল্যান্ড। বাংলাদেশের হারের পেছনে বেশ কয়েকটি কারণ দেখতে পাওয়া যায়। যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে।

স্ট্রাইকরেট

প্রথম ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটসম্যানদের স্ট্রাইকরেট ছিলো বেশ দৃষ্টিকটু। কোন ব্যাটসম্যানই সময়ের দাবি মিটিয়ে ব্যাট চালাতে পারেন নি। তামিম-শান্ত-মাহমুদুল্লাহ ভাল শুরু করলেও, খেই হারিয়েছেন দ্রুতই। বাজে শট সিলেকশনের খেসারত দিয়ে প্রতিপক্ষকে উইকেট উপহার দিয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। নিজেদের ইনিংসকে বড় করতে পারেন নি তারা। ম্যাচে স্বীকৃত ব্যাটসম্যানদের চেয়ে বরং টেল এন্ডারদের স্ট্রাইকরেট ছিলো বেশি।

ডটবল

নিজেদের কোটার ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। ১৬ বল বাকি থাকতেই ৪৭.২ ওভারে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে ২৮৪টি বলের সাথে ইংলিশদের ৪টি নো বল মিলিয়ে মোট ২৮৮ বল খেলেছেন স্বাগতিকরা, যার মধ্যে ১৭৮টি হয়েছে ডটবল। বাংলাদেশে ক্রিকেটারদের পাওয়ার হিটিং সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে চার-ছয়ের পসরা খুব একটা দেখা যায় না আমাদের ক্রিকেটে। তাই ডট বল কমিয়ে স্ট্রাইক পরিবর্তন করাটা হয়ে উঠে জরুরি। সেখানে ১৭৮টি বল থেকে কোন রানই তুলতে পারেনি তামিম ইকবালরা। যা কার্যত ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশকে।

শান্তর মন্থর ইনিংস

সদ্য সমাপ্ত বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাজমুল হোসেন শান্ত। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন ৩ নম্বরে ব্যাট করতে নেমে এদিন দুর্দান্ত শুরু করেছিলেন তিনি। দুই ওপেনারের বিদায়ের পর দলকে ভালই টেনে নিচ্ছিলেন এই বাহাতি ব্যাটসম্যান। আদিল রশিদের বলে ক্যাচ দিয়েও জীবন পেয়েছেন একবার। তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম অর্ধশতক। 

ইংলিশদের বিপক্ষে তার ৮২ বলে ৫৮ রানই ছিলো ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। তবে এ রান তোলার পথে হঠাৎ খোলসবন্দী হয়ে পড়েন তিনি। প্রথম ৫০ বল থেকে ৪৪ রান করলেও, পরের ৩২ বলে করেছেন মাত্র ১৪ রান। যখন ক্রিজে সেট হয়ে রানের চাকা সচল রাখার কথা, ঠিক তখনই উল্টোপথে হেঁটে দলের বিপদ বাড়িয়েছেন শান্ত।

মিডলঅর্ডারের ব্যর্থতা

ব্যাটিং পাওয়ার প্লের মধ্যে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। এরপর শান্ত-মুশফিকের ব্যাটে সে ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছিলো দল। ৯৫ রানে মুশফিকের পর ১০৬ রানে সাকিবের উইকেট হারিয়ে ব্যাকফুটে যাওয়া বাংলাদেশকে আশার আলো দেখানোর কথা ছিল মিডলঅর্ডারের। সে কাজটি করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন মাহমুদুল্লাহ-আফিফরা। ২৩ রানের মধ্যে ৪ উইকেট হারালে বড় সংগ্রহের আশা ভেস্তে যায় বাংলাদেশের।

মুস্তাফিজের ফর্ম

অনেকদিন ধরেই ফর্মে নেই মুস্তাফিজুর রহমান। বোলিংয়ে নেই সেই আগের ধাঁর। ২ পেসার ও ৩ স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজানো বাংলাদেশকে ভুগিয়েছে মুস্তাফিজের এই অফফর্ম। তাসকিন আহমেদ যেখানে ৯ ওভারে এক মেডেনসহ ২৬ রানে ১ উইকেট নিয়েছেন, ফিজ সেখানে ৮ ওভারে ৪২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। গুরুত্বপূর্ণ সময়ে দলকে ব্রেক থ্রু এনে দেয়ার পরিবর্তে রান হজম করে ইংল্যান্ডের জন্য পথটা সহজ করে দিয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭