কালার ইনসাইড

এবার যৌন হয়রানির বিরুদ্ধে ‘বাফটা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/02/2018


Thumbnail

বিশ্বব্যাপী যৌন হয়রানির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ‘ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)’। যৌন হয়রানির বিরুদ্ধে, ‘মি টু’ শিরোনামের এই স্লোগানে শামিল হয়েছেন ব্রিটিশ চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কারে মনোনীত তারকারা।  

অস্কার, গোল্ডেন গ্লোব, গ্র্যামি অ্যাওয়ার্ডয়ের আদলে বাফটা অ্যাওয়ার্ডসেও কালো পোশাকে যোগ দিয়েছেন ব্রিটিশ ও আইরিশ অভিনেত্রীরা। শুধু তা-ই নয়, যৌন হয়রানি রুখতে খোলা চিঠি লিখেছেন ব্রিটেন ও আয়ারল্যান্ডের অন্তত ২০০ অভিনেত্রী। তাতে সই করেছেন এমা টমসন, কিরা নাইটলি ও এমা ওয়াটসনের মতো অনেক তারকা। কর্মক্ষেত্রে যৌন হয়রানি রুখতেই এই পদক্ষেপ বলে জানান তাঁরা

এদিকে যৌন হয়রানি রুখতে, ব্রিটেনের ‘বিচার ও সমানাধিকার’ তহবিলে ১০ লক্ষ পাউন্ড দান করেছেন এমা ওয়াটসন। ১৯০ জন অভিনেত্রীর সমন্বয়ে তহবিলটি তৈরি হয়েছে। তাঁদের সঙ্গে ওই দলে রয়েছেন আরও ১৬০ জন- যাঁদের মধ্যে অনেক শিক্ষাবিদ ও সমাজকর্মী রয়েছেন। তহবিল তৈরির উদ্দেশ্যই হল নিপীড়িত মেয়েদের সাহায্য করা, তাঁদের সুবিচার পাইয়ে দেওয়া।এছাড়া অভিনেত্রী কিরা ও টম হিডলটন ১০ হাজার পাউন্ড দিয়েছেন তহবিলে।

যৌন হয়রানির বিরুদ্ধে ওই খোলা চিঠিতে লেখা হয়েছে, ‘বাফটা অ্যাওয়ার্ডসকে উপলক্ষ করে এই আন্দোলন শুরু হচ্ছে মাত্র। এটাই একে অপরের পাশে থাকার চূড়ান্ত সময়। ইন্ডাস্ট্রিতে একটা ছোট্ট বদলের চেয়ে এই আন্দোলন অনেক গুরুত্বপূর্ণ।‘

বাংলা ইনসাইডার/ এইচপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭