ইনসাইড বাংলাদেশ

উজিরপুরে সড়কের শতাধিক গাছ হরিলুট


প্রকাশ: 02/03/2023


Thumbnail

বরিশালের উজিরপুরের সানুহার-সাতলা সড়কের দুই কিলোমিটার সড়কের দু’পাশের বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধকোটি টাকার শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে,গত কয়েকদিন ধরে  স্থানীয় প্রভাবশালী জামাল সরদার,কবির সরদার, মালেক হাওলাদার,রফিক হাওলাদার,সিদ্দিক ঢালী, মো: শহিদ কারিকর ও শাজাহান মল্লিক মিলে সানুহার টু সাতলা সড়কের পল্লী বিদ্যুতের সাব স্টেশন থেকে ধামুরা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সরকারি সড়কের পাশের গাছ কেটে নিয়েছে। কেটে নেওয়া ৬টি শিশু গাছ জব্দ করলেও বাকি গাছের কোন হদিস পায়নি বনবিভাগ। এ বিষয়ে উজিরপুর  উপজেলা বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান,ওই সড়কে কিছু গাছ তাদের রোপিত আর কিছু গাছ এলজিইডি আর পানি উন্নয়ন বোর্ডের লাগানো। 

বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলে গিয়ে ৬টি শিশু গাছ জব্দ করেছেন এবং বাকি গাছগুলো কোথায় কিভাবে কারা কেটে নিয়েছে সেই বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। যে গাছ কাঁটা হয়েছে তার আনুমানিক মূল্য অর্ধ কৌটি টাকা ও   যে ৬টি গাছ জব্দ করা হয়েছে তার আনুমানিক মূল্য অর্ধলাখ টাকা হবে বলেও এ বন কর্মকর্তা জানান। স্থানীয় শোলক ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম সরদার বলেন, জামাল সরদার নামে এক ব্যক্তির কেটে নেয়া ৬টি গাছ আমার জিম্মায় দিয়েছেন উপজেলা বন কর্মকর্তা। এছাড়া ওই সড়ক থেকে শতাধিক গাছ হরিলুট হয়েছে। 

এ প্রসঙ্গে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, গাছ কাঁটার খবর জানতে পেয়ে উপজেলা বন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছি এবং  তদন্ত করে প্রয়োজনীয় আইনগত  ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত রফিক হাওলাদার ও জামাল সরদার দাবী করেন,তাদের জমির উপর দিয়ে সরকারি রাস্তা গেছে। ওই রাস্তার গাছ তারা রোপন করেছে তাই কেঁটেছি নিয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭