ইনসাইড গ্রাউন্ড

গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে চ্যাম্পিয়ন ইরানের সামনে বাংলাদেশ


প্রকাশ: 02/03/2023


Thumbnail

রানে অনুষ্ঠিত যুব বিশ্বকাপ কাবাডিতেসিগ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ছিলো থাইল্যান্ড ও ভারত। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই থাইল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ। প্রথম ম্যাচ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।

ভারতের কাছে হেরেও গ্রুপের রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে লাল সবুজ বাহিনী। তবে শেষ আটে বাংলাদেশের অপেক্ষায় কঠিন প্রতিপক্ষ স্বাগতিক ইরান। আজ শেষ চারে উঠার লড়াইয়ে ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ।  

কাবাডিতে ইরান কঠিন প্রতিপক্ষ হওয়ায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা খুবই কম। ফলে সেমিফাইনালে উঠতে পারবে না বলে মনে করছে বাংলাদেশ দল। সেমিতে উঠতে না পারলে পদক ছাড়াই দেশে ফিরতে হবে ২০১৯ সালে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশকে।

বাংলাদেশ মূল জাতীয় কাবাডি দলের কোচ আবদুল জলিল বলেন, ‘বিশ্বকাপেসিগ্রুপে পড়ার জন্যই আমাদের দুর্ভাগ্য হয়েছে। ভারতের গ্রুপে পড়ায় আমাদের রানার্সআপ হতে হয়েছে। অন্য গ্রুপে পড়লে ভালো হত, হয়ত আমরা পদকও পেতাম। তা ছাড়া ইরান অনেক শক্তিশালী হওয়ায় মনে হয় না আমাদের ছেলেরা সেমিতে যেতে পারবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭