ইনসাইড গ্রাউন্ড

নাসিরকে দলে না নেওয়ার কারণ জানালেন নান্নু


প্রকাশ: 02/03/2023


Thumbnail

নবম বিপিএল আসরে ঢাকা ডমিনেটর্সের অধিনায়কত্ব করেছেন নাসির হোসেন। দলকে ভালো অবস্থানে নিতে না পারলেও ব্যাটে বলে অসাধারণ পারফর্ম করে ছিলেন আলোচনার কেন্দ্রে। ধারণা করা হয়েছিলো ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে দলে ডাক পাবেন এই অলরাউন্ডার। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি কোন দলেই সুযোগ হয়নি নাসিরের।

চমক দেওয়া টি-টোয়েন্টি দলে নাসিরের ঠাই না মেলার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে প্রধান নির্বাচক বলেন, 'কিছু কিছু প্লেয়ারকে বিবেচনা করা হয়েছে প্লেস বাই প্লেস। সেই হিসেবে মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, লেট অর্ডার বলেন, অনেক চিন্তাভাবনা করেই দলটা তৈরি করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এসব কারএনি নাসিরের সুযোগ পায়নি।

নির্বাচক নান্নু শুনিয়েছেন আশার বাণীও বলেন,’সামনে অনেক খেলা আছে, পারফর্ম করলে কেউ চোখের আড়াল হবে না।

মাঠের পারফরম্যান্স সহ দল নির্বাচনে এবার গুরুত্ব পেয়েছে অনেক কিছুই। প্রসঙ্গে নান্নু বলেছেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ফিটনেস খুব গুরুত্বপূর্ণ, যে যেখানেই পারফর্ম করুক। আমরা যেকোনো একটা ফরম্যাটে ওই খেলোয়াড়কে যদি দরকার হয় অবশ্যই তাকে তৈরি করে নিবো।'



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭