ইনসাইড গ্রাউন্ড

জ্যাকসকে দ্রুতই ফেরালেন তাসকিন


প্রকাশ: 03/03/2023


Thumbnail

তিন ম্যাচে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভালো সূচনা করে ইংল্যান্ড দল। তবে ওপেনিং পার্টনারশিপ বড় করতে দেননি তাসকিন আহমেদ। দলীয় ২৫ রানে ফিরিয়ে দেন ফিল সল্টকে। সল্টের বিদায়ের পরে ডেভিড মালানকে সাথে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন ওপেনিংয়ে নামা জেসন রয়। এদিন ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেন নি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মালান।

দলীয় ৮৩ রানে মালানকে ফেরান মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হওয়ার আগে মালানের ব্যাট থেকে আসে ১১ রান। মালানের বিদায়ের পর খুব দ্রুতই ফিরে যান জেমস ভিন্স ও। সফরকারীদের ভালো অবস্থানে নিতে লড়াই চালিয়ে যান জেসন রয়। পাঁচে নামা জস বাটলারকে নিয়ে শত রানের জুটি গড়েন জেসন রয়। বাটলারকে সাথে নিয়ে ক্যারিয়ারের ১২তম ওয়ানডে শতক তুলে নেন ইংলিশ এই ওপেনার।

তবে আরও ভয়ংকর হয়ে উঠার আগে দলীয় ২০৫ রানে রয়কে ফেরান দেশ সেরা বোলার সাকিব আল হাসান। আউট হওয়ার আগে ১২৪ বলে ১৩২ রানের ইনিংস খেলেন ইংলিশ এই ডানহাতি ব্যাটার। এরপর ক্রিজে এসে টিকলেন না উইল জ্যাকসও। ফিরে গেলেন ১ রান করে। জ্যাকসকে ফেরান তাসকিন আহমেদ।

বাংলাদেশী বোলারদের গলার কাঁটা হয়ে এখনো উইকেটে আছেন জস বাটলার ও মঈন আলী। খুব দ্রুতই এই দুই ব্যাটারকে ফেরাতে না পারলে পাহাড়সম টার্গেটের দিকে যাবে থ্রি লায়ন্সরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ২৩২ রান। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭