ইনসাইড গ্রাউন্ড

জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৩২৭ রান


প্রকাশ: 03/03/2023


Thumbnail

মিরপুরের উইকেটে যেনো প্রাণ ফিরে আনলেন ইংল্যান্ড দলের ওপেনার জেসন রয়। টাইগার বোলারদের উপর চওড়া হয়ে তুলে নিলেন ক্যারিয়ারের ১২তম ওয়ানডে শতক। শেষ পর্যন্ত মঈন আলী ও স্যাম কারেনের বিধ্বংসী ইনিংসে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ৩২৬ রানে। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩২৭ রান।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভালো সূচনা করে ইংল্যান্ড দল। তবে ওপেনিং পার্টনারশিপ বড় করতে দেননি তাসকিন আহমেদ। দলীয় ২৫ রানে ফিরিয়ে দেন ফিল সল্টকে। সল্টের বিদায়ের পরে ডেভিড মালানকে সাথে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন ওপেনিংয়ে নামা জেসন রয়। এদিন ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেন নি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মালান।

দলীয় ৮৩ রানে মালানকে ফেরান মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হওয়ার আগে মালানের ব্যাট থেকে আসে ১১ রান। মালানের বিদায়ের পর খুব দ্রুতই ফিরে যান জেমস ভিন্স ও। সফরকারীদের ভালো অবস্থানে নিতে লড়াই চালিয়ে যান জেসন রয় একাই। ক্রমশই টাইগার বোলারদের উপর চাপ সৃষ্টি করেন রয়। পাঁচে নামা জস বাটলারকে নিয়ে শত রানের জুটি গড়ে দলকে নিয়ে যান ভালো অবস্থানে। বাটলারকে সাথে নিয়ে ক্যারিয়ারের ১২তম ওয়ডিয়ায় শতকও তুলে নেন রয়।

তবে আরও ভয়ংকর হয়ে উঠার আগে দলীয় ২০৫ রানে রয়কে ফেরান দেশ সেরা বোলার সাকিব আল হাসান। আউট হওয়ার আগে ১২৪ বলে ১৩২ রানের ইনিংস খেলেন ইংলিশ এই ডানহাতি ব্যাটার। এরপর ক্রিজে এসে টিকলেন না উইল জ্যাকসও। ফিরে গেলেন ১ রান করে। জ্যাকসকে ফেরান তাসকিন আহমেদ।

বাংলাদেশী বোলারদের গলার কাঁটা হয়ে তখনো উইকেটে টিকে ছিলেন জস বাটলার ও মঈন আলি। শেষের দিকে বোলারদের উপড় চওড়া হন বাটলার। ইনিংসের ৪৪ তম ওভারে মিরাজের করা বলে পরপর দুই ওভার বাউন্ডারি হাঁকান ইংলিশদের অধিনায়ক। তৃতীয় বলে বাটলারকে ফিরিয়ে প্রতিশোধ নেন মিরাজও। আউট হওয়ার আগে ৬৪ বলে ৭৪ রানের অসাধারণ এক খেলেনে বাটলার।

দলীয় ২৬০ রানে বাটলার ফিরে গেলে বিধ্বংসী ইনিংস খেলা শুরু করেন মঈন আলি। টাইগার বোলারদের উপর রীতিমত ঝড় তোলেন ইংলিশদের এই বাঁহাতি ব্যাটার। স্যাম কারেনের সাথে গড়েন ২৪ বলে ৩৯ রানের পার্টনারশিপ। দলীয় ২৯৯ রানে তাসকিনের তৃতীয় শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মঈন আলি। শেষ পর্যন্ত স্যাম কারেনের ১৯ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে ইংশিলদের সংগ্রহ দাঁড়ায় ৩২৬ রানে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭