ইনসাইড বাংলাদেশ

বরিশালে প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশ: 04/03/2023


Thumbnail

বরিশালে ‘বাংলাদেশের প্রানিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মার্চ) বরিশালের বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংকের অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ও পরিপ্রেক্ষিতের যৌথ উদ্যোগে বরিশাল বিভাগের গণমাধ্যম কর্মী ও প্রাণিসম্পদ কর্মকর্তারা এই কর্মশালায় অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান।

খুলনা বভিাগীয় প্রানিসম্পদ দপ্তরের পরিচালক ডা: মো: লুৎফর রহমানের সভাপতিত্বে এবং পরিপ্রেক্ষিত-এর নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএলএস-এর পরিচালক (উৎপাদন) ড. এ. বি. এম. খালদেুজ্জামান এবং ডিএলএস-এর পরিচালক (বাজেট) ড. মো আবু সুফয়িান। আরও উপস্থিত ছিলেন, প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী।

কর্মশালায় এলডিডিপি প্রকল্প ও দেশের প্রাণিসম্পদ খাত তুলে ধরার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরা হয়। এলডিডিপি প্রকল্প এবং গণমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহও তুলে ধরা হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭