ইনসাইড গ্রাউন্ড

প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা


প্রকাশ: 04/03/2023


Thumbnail

কাতার বিশ্বকাপ শিরোপা জয়ের মধ্য দিয়ে ৩৬ বছরের অপেক্ষার অবসান হয়েছে আর্জেন্টিনার। এরপর আড়াই মাস পার হয়ে গেলেও এখনো মাঠে নামা হয়নি আলবিসিলেস্তেদের। এবার সে অপেক্ষাও অবসানও হতে চলেছে চলতি মাসে। তিন তারকা খচিত জার্সিতে মাঠে নামার প্রহর গুণছে লিওনেল মেসি-দি মারিয়ারা। আগামী ২৩ মার্চ পানামা ও ২৮ মার্চ ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাকাউয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সে জন্য ৩৪ সদস্যের দল ঘোষণা করেছে আকাশি-নীলরা।

আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা উদযাপনের অংশ প্রীতি ম্যাচ দুটি। বিশ্বকাপ জয়ী ২৬ ফুটবলারের সাথে যোগ করা হয়েছে আরও ৮জনকে। দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়া জিওভান্নি লো সেলসোকেও ফিরেছেন দলে।

আর্জেন্টিনার ৩৪ জনের প্রাথমিক দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, লাওতারো ব্লাঙ্কো, নেহুয়ান পেরেজ।

মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরনি, ফাকুন্দো বুয়োনানত্তি, এমিলিয়ানো বুয়েনদিয়া, ভ্যালেন্টাইন কার্বনি।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭