ইনসাইড বাংলাদেশ

জামালপুরে ৫ লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক


প্রকাশ: 04/03/2023


Thumbnail

জামালপুরে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগে রফিবুল ইসলাম সোহান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (৪ মার্চ) সকালে শহরের নারকেলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

রফিবুল ইসলাম সোহান রংপুর জেলার গঙ্গারছড়া থানার আলেকিশামদ গ্রামের মৃত করিম উদ্দীনের ছেলে। তিনি জামালপুর সদরের নারিকেলী গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে জামালপুরের ইসলামপুর উপজেলার করইতলা গ্রামের নাদের মণ্ডলের ছেলে গফুর মিয়ার (২০) কাছ থেকে রফিকুল ইসলাম ৫ লাখ টাকা ঘুষ নেন। পরবর্তীতে বিষয়টি সন্দেহজনক মনে হলে গফুর মিয়া পুলিশকে জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন জানান, পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত ১০০ টাকা ছাড়া আর কোনো খরচের প্রয়োজন নেই। চাকরি দেওয়ার নামে কেউ প্রতারণা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭