ওয়ার্ল্ড ইনসাইড

সেনাদের মনোবল বাড়াতে যুদ্ধ ময়দানে রুশ প্রতিরক্ষামন্ত্রী


প্রকাশ: 05/03/2023


Thumbnail

রুশ সৈন্যদের সাথে দেখা করে তাদের মনোবল বাড়াতে ইউক্রেনের যুদ্ধ ময়দানে ঝটিকা সফর করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু।

শনিবার তিনি ইউক্রেনে যুদ্ধরত সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান বলে সংবাদ প্রকাশ করে সিএনএন।

মূলত দক্ষিণ দোনেৎস্কে যুদ্ধরত সম্মুখ সারির সেনাদের অনুপ্রেরণা দিতেই এই ঝটিকা সফর বলে জানা গেছে।

তার এ আকস্মিক সফরের একটি ভিডিও পরে তিনি তার অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সম্মুখ সারির সেনাদের ধন্যবাদ জানান।

ভিডিওটিতে দেখা যায়, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু একটি হেলিকপ্টারে করে এক ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশে নামেন। সেখানে কমান্ডারদের সাথে আলাপ শেষে দ্রুত ওই স্থান ত্যাগ করেন তিনি।

সামরিক দৃষ্টিকোণ থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ চলছে বেশ কিছু দিন ধরে। আস্তে আস্তে হলেও শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার দিকে অগ্রসর হয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনী সেখান থেকে হটে আসার আগে শেষবারের মতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে।  

পশ্চিমা দেশের বিশ্লেষকরা মনে করছেন, বাখমুত থেকে ইউক্রেনীয় বাহিনীর প্রত্যাহারের মঞ্চ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাখমুত শহরে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে রাশিয়ার পক্ষে পুরো ডনবাস অঞ্চল দখল করে নেওয়া আরো সহজ হয়ে উঠবে। বাখমুত দখল করার জন্য লড়ছে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭