ইনসাইড গ্রাউন্ড

স্ত্রী নির্যাতনের মামলায় বিচার শুরু ক্রিকেটার আল-আমিনের


প্রকাশ: 05/03/2023


Thumbnail

২০২২ সালের ১ সেপ্টেম্বরে ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে স্ত্রী ইশরাত জাহান মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন আল আমিনের নামে করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেন মিরপুর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা। মামলায় উল্লেখ করা হয়  যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাসা থেকে বের করে দিয়েছিলেন আল আমিন।

মামলার প্রেক্ষিতে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলায় আনুষ্ঠানিক বিচারও শুরু হলো।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীন তার বিরুদ্ধে অভিযোগপত্র পাঠ করে শোনালে জামিনে মুক্ত থাকা আল আমিন নিজেকে নির্দোষ দাবি করেন। শুনানি শেষে বিচারক তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। সাক্ষীর জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

গত ২ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. সোহেল রানা আল-আমিনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার আল-আমিন হোসেনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। তাদের দুইটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে এ পর্যন্ত সংসারকালে পারিবারিক বিষয় নিয়ে আল-আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না দেওয়ায় তার ওপর নির্যাতন করতে থাকেন আল-আমিন।  

গেলো বছরের ২৫ আগস্ট আল-আমিন তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করলে স্ত্রীর সাথে শুরু হয় তর্ক-বিতর্ক। কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর গায়ে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন আল আমিন। এরপর ইশরাত জাহান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসা শেষে মিরপুর থানায় আল আমিনের বিরুদ্ধে অভিযোগ করেন।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭