ইনসাইড বাংলাদেশ

নকলায় হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার


প্রকাশ: 05/03/2023


Thumbnail

শেরপুরের নকলা উপজেলার সরাইকান্দিতে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিযান চালিয়ে হেরোইনসহ নূর মোহাম্মদ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে
র‌্যাব-১৪।
 
গ্রেফতারকৃত নূর মোহাম্মদ উপজেলার গৌরদার এলাকার আ: বারীর ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাব শেরপুর জেলার নকলা উপজেলার সরাই কান্দা গ্রামস্থ জনৈক দয়াল মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে কথিত মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ (৪০)কে আট গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত নূর মোহাম্মদকে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭