ইনসাইড বাংলাদেশ

কুড়িগ্রাম পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


প্রকাশ: 05/03/2023


Thumbnail

কুড়িগ্রাম পৌরসভায় ৪ কোটি ৮২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার (৫ মার্চ) সকালে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃপক্ষ পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ তথ্য নিশ্চিত করছেন, নেসকোর নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম। 

নির্বাহী প্রকৌশলী বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। মেয়র প্রতিশ্রুতি দিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করবেন। এছাড়া চলতি মাসের সব বিল পরিশোধ করবেন। আর বকেয়া বিলগুলো ধারাবাহিকভাবে পরিশোধের বিষয়ে লিখিত অঙ্গীকারনামা হয়েছে। পৌরসভার জন্মলগ্ন থেকে নিয়মিত বিল পরিশোধ না করার কারণে এতো পরিমাণ টাকা বকেয়া দাঁড়িয়েছে।

কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম বলেন, অনেক টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করেছে নেসকো। কথা বলা হয়েছে, কিছু বিল পরিশোধ করা হবে। আশা করছি সন্ধ্যার আগে আমরা বিদ্যুৎ সংযোগ পাব।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭