ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে তালের চারা পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


প্রকাশ: 05/03/2023


Thumbnail

লক্ষ্মীপুরে তালের চারা “উত্তোলন, রোপণ ও পরিচর্যা" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ বন গবেষণা ইনিস্টিউট (বিএফআরআই) চট্টগ্রাম এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

বাংলাদেশ বন গবেষণা ইনিস্টিউটের সিলভিকালচার জেনেটিক্স বিভাগের কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম, বাংলাদেশ বন গবেষণা ইনিস্টিউটের তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার সিনিয়র রিসার্চ অফিসার ড. ওয়াহিদা পারভীন, মো. জহিরুল আলম, লক্ষ্মীপুর সহকারী বন সংরক্ষক ফিরোজ আলম চৌধুরী ও সদর রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম।

এসময় কর্মশালায় বন বিভাগ, কৃষি বিভাগ, নার্সারির মালিক ও বেসরকারি এনজিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, তালগাছ অতি পরিচিত একটি বৃক্ষ। তালগাছ ১০-১২ বছর বয়সে ফুল ও ফল দিয়ে থাকে। তালগাছের মাঞ্জুরীদন্ড থেকে বছরে দু'মাস ৮-১০ লিটার রস পাওয়া যায় এই রস দিয়ে গুড় তৈরি করা যায়। এ গুড় থেকে মিছরি তৈরি করা হয় যা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। তালগাছের পাতা ও আঁশ দিয়ে পাকা ও কুটির শিল্পজাত দ্রব্য তৈরি এবং গাছ থেকে ঘর নির্মাণের জন্য উৎকৃষ্ট মানের কাঠ পাওয়া যায়। বিশেষ করে উপকূলীয় এলাকায় বজ্রপাত, ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তীব্রতা থেকে রক্ষা করতে ভূমিকা পালন করে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭