ইনসাইড পলিটিক্স

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর যুগান্তকারী সমাবেশ হবে যা আগের নেতা করতে পারেননি - যুবলীগ চেয়ারম্যান


প্রকাশ: 06/03/2023


Thumbnail

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ এলাকায় মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ভিপি রাসেল পাঠানের উদ্যোগে নির্মিত ‘তুমিই বাংলাদেশ’ চত্বরের উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার দুপুরে যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ বলেন,আগামী ১১ মার্চ ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সমাবেশ অনুষ্ঠিত  হবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, শেখ মনি ভাই বলতেন “মোনেম খানের আমলা দিয়ে শেখ মুজিবের শাসন চলে না “ -তেমনি খালেদা জিয়ার আমলা দিয়ে শেখ হাসিনার শাসন চলে না। যুবলীগ কখনো আত্মসম্পার্ণ করতে জানে না। মণি ভাই তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছেন। শেখ মণি মানেই প্রতিভা। চাঁদাবাজি করলে যুবলীগ হয় না, সন্ত্রাস করলে যুবলীগ হয় না, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ সেই সোনার মানুষ। তিনি আরও বলেন, শেখ পরশ যদি বাংলাদেশ চষে বেড়ায়, যুবজাগরণে অগ্নিস্ফুলিঙ্গ ঘটবে। বিএনপি-জামাতকে মোকাবিলা করতে শেখ পরশের যুবলীগই যথেষ্ট। ১১ মার্চ শেখ হাসিনা আসছে ময়মনসিংহে। এই ময়মনসিংহে সেদিন যুবলীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করবে।

যুবলীগ চেয়ারম্যান আরও বলেন,২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ ঘোষণা করেছেন। এ বিভাগের মানুষ তাকে বরণ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আমাদের ধারণা,এটি হবে ময়মনসিংহে প্রধানমন্ত্রীর যুগান্তকারী সমাবেশ,যা আগে কোনো নেতা করতে করতে পারেননি। ময়মনসিংহে যা ক্যাপাসিটি আছে,তাতে মনে হচ্ছে সমাবেশের দিন পুরো নগরীজুড়ে জনস্রোত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন যুবলীগ চেয়ারম্যান। 

পরেশ বলেন,ময়মনসিংহের সঙ্গে প্রধানমন্ত্রীর গভীর সম্পর্ক রয়েছে। ময়মনসিংহসহ আশপাশের জেলাগুলো আওয়ামী লীগের ঘাঁটি এবং এখানে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আকাশচুম্বী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ১১ মার্চ ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে আয়োজিত নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে মহানগর যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরশ।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১১ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানগরীর সার্কিট হাউজ ময়দানে জনসভায় যোগ দেবেন। ওইদিন প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মী,মন্ত্রী, এমপিসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে । জনসভা ঘিরে নগরীর প্রধান প্রধান মোড় ও অলিগলিতে শোভা পাচ্ছে বিভিন্ন ব্যানার-ফেস্টুন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭