টেক ইনসাইড

বিশ্বজুড়ে ব্যাহত টুইটার পরিষেবা


প্রকাশ: 07/03/2023


Thumbnail

বিশ্বজুড়ে ব্যাহত হল মাইক্রোব্লগিং সাইট টুইটার পরিষেবা। সোমবার কিছুক্ষণের জন্য বসে গেল কিছু ব্যবহারকারীদের টুইটার অ্যাকাউন্ট। এদিন বিশ্বজুড়ে টুইটার ব্যবহারকারীরা এই সমস্যার কথা জানিয়েছেন।

এই ধরনের সমস্যার উপর নজরদারি চালায় ‘ডাউনডিটেক্টর’। সংস্থাটির দেওয়া তথ্যানুযায়ী, সোমবার প্রায় ৮ হাজার ব্যবহারকারী এই অভিযোগ জানিয়েছেন। টুইটারে ছবি এবং ভিডিও পরিষেবাগুলোর উপরও প্রভাব পড়েছে।

টুইটারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, “টুইটারের কিছু পরিষেবা আশানুরূপ কাজ করছে না। আমরা একটি অভ্যন্তরীণ পরিবর্তন করেছি যার ফলে এরকম সমস্যা দেখা দিয়েছে। আমরা এখন এটি দ্রুত ঠিক করার চেষ্টা করছি। সমস্যা মিটে গেলে আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে তা জানিয়ে দেব।”



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭