ইনসাইড গ্রাউন্ড

‘তরুণদের ধোনিকে অনুসরণ করা উচিত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/02/2018


Thumbnail

তরুণ খেলোয়াড়দের স্কিলে নয়, দুর্বল মানসিকতাকেই তাদের ব্যর্থতার কারণ হিসেবে দেখছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। দেশের এক বেসরকারী টিভি চ্যানেলকে দল নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে ম্যাশ এই কথা বলেন।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিকেটের তিন ফরম্যাটেই বিধ্বস্ত হলো টাইগাররা। দুর্দান্ত জয় দিয়ে শুরু করলেও শেষে পরাজয়ের গ্লানি নিয়েই মাঠে ছাড়ে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ আর টেস্টে শিরোপা হাতছাড়ার পরই হঠাৎ করে টি -টোয়েন্টি সিরিজে জাতীয় দলে সুযোগ পায় একঝাঁক তরুণ। দুই ম্যাচের সিরিজে ছয় নতুন মুখ নিয়েও সেই ব্যর্থতা। প্রশ্ন হলো যে, জাতীয় দলে কি এমন বিপর্যয় হলো যে এক সঙ্গে ছয় জনকে নিতে হবে? নির্বাচকরা নানা কারণ দেখালেও, তা মনঃপুত হয়নি কারও।

এ বিষয়ে মাশরাফির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,‘ আমাদের ক্ষেত্রে যেটা হয়, কোন ক্রিকেটার যদি একটু ভালো খেলে তাহলে আমরা ধরেই নেই যে সেই সেরা। যারা নতুন আসে ওরা এখনো জানেই না যে আর্ন্তজাতিক খেলাগুলো কতটা কঠিন। যার কারণে হঠাৎ করে খেলতে গিয়ে তাই ওরা প্রেশারে পড়ে যায়। তাই আমাদের উচিত মানসিক ভাবে আগে নিজেদের নিয়ন্ত্রণ করা।আপনি মাহেন্দ্র সিং ধোনির দিকে তাকান, সে মানসিক ভাবে এতোই সচেতন যে, খেলার যেকোন মুহূর্ত থেকে খেলাটাকে শেষ দুই তিন ওভার পর্যন্ত নিয়ে যেতে পারেন। এ বিষয়ে তরুণদের উচিত ধোনিকে অনুসরণ করা।‘

ম্যাশ আরও বলেন,’ তরুণদের স্কিলে সমস্যা নেই। মানসিকতার সঙ্গে নিজের সামর্থ্যের কম্বিনিশন থাকাটা জরুরি। ব্যাক্তিগত জীবনেও তরুণদের নিয়মনিষ্ঠার সঙ্গে চলতে হবে। কারন ব্যাক্তিগত এবং পেশাদারী জীবন এক অন্যের সঙ্গেই চলে এবং একটা আরেকটার ওপর প্রভাব পরে। উদাহরণ হিসেবে চার ক্রিকেটারের কথা বলতে পারি-মুশফিক, সাকিব, তামিম, রিয়াদ। এদের ব্যাক্তিগত জীবনের প্রভাব তাঁরা মাঠে এসে পেয়েছে।‘  

তরুণদের নিয়ে তিনি বলেন, তরুণদের এটাও বুঝতে হবে প্রয়োজন অনুযায়ী নিজের খেলার ধরণটাও পরিবর্তন করতে হবে।’


বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭