ইনসাইড বাংলাদেশ

বেনাপোলে কানাডিয়ান ডলার ও রুপিসহ পাসপোর্ট যাত্রী আটক


প্রকাশ: 07/03/2023


Thumbnail

বেনাপোল চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে ১৬ হাজার ৬০০ কানাডিয়ান ডলার, ৮ হাজার ৫০০ ভারতীয় রুপি ও তিনটি উন্নতমানের মোবাইলসহ মোহাম্মদ উল্লাহ (৩৮) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ উল্লাহ মাদারীপুর জেলার রাজৈর থানার শ্রীকৃষ্ণদি গ্রামের মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে। যার পাসপোর্ট নাম্বার-এডি-১৭১৯৮৭৮।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল আহমেদ হাসান জামিল রাতে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত হতে আসা ওই বাংলাদেশি যাত্রীকে সন্দেহ হওয়ায় তার ব্যাগেজ তল্লাশি করে ডেইরী মিল্ক চকলেটের প্যাকেটের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৬ হাজার ৬০০ কানাডিয়ান ডলার, ৮ হাজার ৫০০ ভারতীয় রুপি ও তিনটি উন্নতমানের ভারতীয় মোবাইল পাওয়া যায়। এ সময় তাকে আটক করা হয়। যার সিজার মূল্য প্রায় সাড়ে ১৪ লাখ টাকা।

আটক পাসপোর্ট যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭