ইনসাইড গ্রাউন্ড

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানের অদ্ভুত অ্যাকশনের পেসার


প্রকাশ: 07/03/2023


Thumbnail

সোহেল তানভীর পাকিস্তানের হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিলেন ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দীর্ঘ বছর দলে জাতীয় দলের বিবেচনায় থাকেন না বাঁহাতি বোলার। সোহেল তানভীরের বয়স এখন ৩৮ বছর, বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরারও সম্ভাবনা নেই। তাই ইতি টেনেছেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের ঘোষাণা দিয়েছেন পাকিস্তান বিশ্বকাপ জয়ী দলের এই পেসার।     

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অবসরের ঘোষণা দিয়ে সোহেল তানভীর লেখেন, ‘আমি ক্রিকেটের সব ধরনের আন্তর্জাতিক ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। তবে ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলা চালিয়ে যাব। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ, যারা আমাকে দেশের হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন।

২০০৭ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টেস্ট টি-টোয়েন্টি এবং একই বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিলো সোহেলের। পাকিস্তানের জার্সি গায়ে মাত্র দুইটি টেস্ট খেললেও ৬২টি ওয়ানডে ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন ব্যতিক্রমী পেসার। ৬২ ওয়ানডে শিকার করেছেন ৭১ উইকেট এবং ৫৭ টি-টোয়েন্টিতে শিকার ৫৪ উইকেট। সাদা পোশাকে নিয়েছেন উইকেট।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭