ইনসাইড গ্রাউন্ড

যে রেকর্ড সাকিবকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়


প্রকাশ: 07/03/2023


Thumbnail

বাংলার ক্রিকেটের জান বাংলার ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে যেনো নিজেকে নিজেই ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় মগ্ন সাকিব। দেশ সেরা ক্রিকেটার ব্যাটে বলে জ্বলে উঠলেই জিতে যায় বাংলাদেশ। সবশেষ ঘরের মাঠে সাকিবের অলরাউন্ডারিং নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে দলের বিপর্যয়ে ব্যাট হাতে ৭১ বলে দলের সর্বোচ্চ ৭৫ রান আর বল হাতে ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচায় দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করেন সাকিব। তার এমন অসাধারণ পারফরম্যান্সে ৫০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ভালো খেলার পুরস্কার সরূপ ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতেই। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৫বার ম্যাচ সেরা হন বিশ্ব সেরা অলরাউন্ডার।

আর আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে এনিয়ে ৪০বার ম্যাচ সেরা হলেন সাকিব। এই অনন্য কৃর্তী গড়ার পথে সাকিব ছাড়িয়ে যান দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ওয়াসিম আকরামকে। সবচেয়ে বেশি ম্যাচ সেরার পুরষ্কারে সাকিবের উপরে আছে ১২ জন ক্রিকেটার। ৪১ বার ম্যাচ সেরা হয়ে সাকিবের উপরে আছেন ভিভ রিচার্ডস, অরবিন্দ ডি সিলভা, ক্রিস গেইল মাহেলা জয়াবর্ধনে।

তবে সবচেয়ে বেশি ৭৬বার ম্যাচ সেরা হওয়ার রেকর্ডটি ভারতীয় সাবেক ক্রিকেটার  শচীন টেন্ডুলকারের। ৬২বার ম্যাচ সেরার পুরস্কার নিয়ে দুইয়ে আছেন আরেক ভারতীয় বিরাট কোহলি। ৫৮বার পেয়ে তিনে সনাৎ জয়াসুরিয়া। এছাড়া ৫৭ বার সেরা হয়েছেন জ্যাক ক্যালিস, ৫০ বার কুমার সাঙ্গাকারা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭